Lifestyle:প্রথম বার 'ব্লাইন্ড ডেট'? আলোচনায় আসুক এই প্রশ্নগুলি
Questions To Ask On A Blind Date:প্রথম বার ব্লাইন্ড ডেট-এ যাচ্ছেন? বা যাওয়ার ইচ্ছে আছে? কী ধরনের প্রশ্ন করবেন, ভেবে খেই পাচ্ছেন না? মনে রাখতে পারেন, এই প্রশ্নগুলি।
প্রথম বার 'ব্লাইন্ড ডেট'? আলোচনায় আসুক এই প্রশ্নগুলি (ছবি:PIXABAY)
1/8
প্রথম বার 'ব্লাইন্ড ডেট'-এ যাচ্ছেন? বা যাওয়ার ইচ্ছে আছে? কী ধরনের প্রশ্ন করবেন, ভেবে খেই পাচ্ছেন না?
2/8
'ব্লাইন্ড ডেট'-র অর্থ এমন একসঙ্গের সঙ্গে দেখা, যাঁকে আগে কখনও আপনি দেখেননি, চেনেন না। সেক্ষেত্রে প্রথম দেখাতেই খোশগল্প শুরু হবে, এমন আশা করা কঠিন। তাই গোড়ায় একেবারে সাধারণ কিছু প্রশ্ন, যেমন, 'কী কাজ করো', 'কোথায় পড়ছো' , এইগুলি জিজ্ঞাসা করা যেতে পারে।
3/8
আলাপ একটু এগোলে এবার দেখুন তো, আপনার ও সংশ্লিষ্ট ব্যক্তির ফিল্মের পছন্দ-অপছন্দ একরকম কিনা। টিভি শো নিয়েও এই আলোচনা হতে পারে।
4/8
কী ধরনের বন্ধুবান্ধব রয়েছেন আপনার 'ব্লাইন্ড ডেট'-র, তাঁদের সঙ্গে তাঁর সম্পর্ক কী রকম, এই নিয়েও কথা বলে দেখতে পারেন।
5/8
সেক্ষেত্রে আপনারও একটা ধারণা হয়ে যাবে, কোন ধরনের মানুষ বন্ধু হিসেবে পছন্দ ওই ব্যক্তির।
6/8
আপনার 'ব্লাইন্ড ডেট' কি কর্মরত? সেক্ষেত্রে তাঁর সঙ্গে ওয়ার্ক-লাইফ ব্যালান্স নিয়েও কথা বলে দেখতে পারেন।
7/8
অবসরে তিনি কী করেন ও তাঁর পছন্দের কাজ ঠিক কী কী, সেসব এর মাধ্যমে জেনে নিতে পারবেন। তিনিও একই ভাবে আপনাকে বুঝতে পারবেন।
8/8
কোথা থেকে তিনি লেখাপড়া করেছেন, সেটা নিয়েও কথা হতে পারে। এই তথ্য় আপনাকে 'ব্লাইন্ড ডেট"-র শৈশব ও বেড়ে ওঠার সময় সম্পর্কে তথ্য দেবে। সব মিলিয়ে আপনার তাঁকে এবং তাঁর আপনাকে বুঝতে সুবিধা হবে, যা কিনা দু'জনের পক্ষেই দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার জন্য জরুরি।
Published at : 06 Jul 2023 12:46 PM (IST)