Lifestyle:কেন জরুরি ক্রিটিক্যাল থিঙ্কিং?
Critical Thinking:লেখাপড়া থেকে পেশাদার কাজের জগৎ, যে কোনও ক্ষেত্রেই অত্যন্ত জরুরি ক্রিটিক্যাল থিঙ্কিং। সোজা করে বললে, ভাবনাচিন্তার মধ্যে বস্তুনিষ্ঠ নিরপেক্ষতা আনার ভাবনাই হল ক্রিটিক্যাল থিঙ্কিং।
কেন জরুরি ক্রিটিক্যাল থিঙ্কিং?
1/8
লেখাপড়া থেকে পেশাদার কাজের জগৎ, যে কোনও ক্ষেত্রেই অত্যন্ত জরুরি 'ক্রিটিক্যাল থিঙ্কিং'।
2/8
সোজা করে বললে, ভাবনাচিন্তার মধ্যে বস্তুনিষ্ঠ নিরপেক্ষতা আনার ভাবনাই হল ক্রিটিক্যাল থিঙ্কিং।
3/8
কেন জরুরি এটি? প্রথমত, এই ধরনের ভাবনা সৃজনশীলতায় উৎসাহ দেয়।
4/8
যে কোনও ধরনের ভাবনা বিশ্লেষণ করার ক্ষমতা নিহিত রয়েছে এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যেই।
5/8
কোনও বিষয়ে আগে থেকে মনে কোনও ধারণা তৈরি হয়ে থাকলে, সেটি নিয়ে কাঁটাছেড়া করতে সাহায্য করে এটি।
6/8
যে কোনও ধরনের তথ্যের ব্যাখ্যা ও তাৎপর্য ভাল করে বুঝতে হলে এই ধরনের চিন্তা অত্যন্ত জরুরি।
7/8
'ডিসিশন মেকিং' বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় এই ধরনের চিন্তার ফলেই।
8/8
সবচেয়ে বড় কথা, ক্রিটিক্যাল থিঙ্কিং আত্ম-বীক্ষণেও সাহায্য করে।
Published at : 05 May 2023 03:03 PM (IST)