Lifestyle:কাছের মানুষের সঙ্গে থেকেও কি আপনি একা?
কাছের মানুষকে খুঁজে পেয়েছেন, তাও মনে হয় আপনি একা? মনে হয়, সম্পর্ক বাঁচিয়ে রাখতে সমস্ত উদ্যোগ আপনাকেই নিতে হয়?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমন নয় তো যে আপনি একাই সম্পর্কটিতে রয়েছেন?
কী ভাবে বুঝছেন? কতগুলি লক্ষণ খেয়াল করলেই বোঝা যেতে পারে।
যদি সব সময় একজনই যাবতীয় কথাবার্তা শুরু করেন আর অন্য জন সেই কথাবার্তা শুনতে মোটেও তেমন উৎসাহ না দেখান, তা হলে একটু ভেবে দেখা দরকার।
'ডেট' হোক বা 'ডিনার', সমস্ত উদ্যোগই কি এক জনই নিচ্ছেন?
হয়তো এক জনের প্রয়োজনে সব সময় অন্য জন রয়েছেন, কিন্তু প্রথম জনের যখন প্রয়োজন পড়ছে তখন কি দ্বিতীয় ব্যক্তি পাশে থাকছেন?
সব সময় কি এক জনের চাহিদা-প্রয়োজন বেশি গুরুত্ব পায়, কিন্তু অন্যজনের সামান্য প্রয়োজনটুকুও নজরে আসে না?
বিশ্বাসের অভাব! যদি প্রত্যেক মুহূর্তে এক জন অন্য জনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন, তা হলেও সম্পর্কটি নিয়ে ভাবার সময় এসেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -