Smartphones on Health: স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার এই চারভাবে প্রভাব ফেলতে পারে ত্বকে
In Pics: Smartphones damage the skin in these four ways, Learn how to avoid them
1/10
করোনা অতিমারির জেরে ফের একবার বেশিরভাগ মানুষই গৃহবন্দি। ফিরেছে ওয়ার্ক ফ্রম হোম। এই আবহে বন্ধ জীবনে একধাক্কায় অনেকটা বেড়েছে স্মার্টফোনের ব্যবহারও।
2/10
তবে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার কিন্তু ডেকে আনতে পারে অযাচিত বিপদ। ক্ষতি হতে পারে ত্বকের।
3/10
হতে পারে ব্রণ। স্মার্টফোনের প্রতিটি অংশে থাকে অসংখ্য জীবাণু। কানে ফোন লাগিয়ে কথা বলার জেরে যা ছড়াতে পারে।
4/10
হাতে ধরে ফোন কানের কাছে আনায় মুখ, নাকের মতো অঙ্গের মাধ্যমে ফোনে থাকা জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
5/10
দৈনন্দিন ভিত্তিতে ফোন অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপস দিয়ে পরিষ্কার করলে জীবাণু ছড়ানোর আশঙ্কা কম।
6/10
অন্য কারোর হাতে ফোন দিলে বা বাড়তি স্মার্টফোনের ব্যবহারে ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে।
7/10
ঘরে ব্যবহারের সময় না হলেও বাইরে বেরোনোর ক্ষেত্রে ফোন প্লাস্টিক কভারে মুড়ে রাখলে অ্যালার্জির আশঙ্কা কমবে।
8/10
অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহারে বয়সের আগেই ত্বকে ভাঁজ ধরাতে পারে।
9/10
দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করলে তাঁর থেকে বেরোনো আলট্রা ভায়োলেট রশ্মি চোখের সঙ্গে ত্বকেরও ক্ষতি করতে পারে।
10/10
চোখের থেকে একটু দূরে রেখে ও টানা ব্যবহারের বদলে কিছুটা বিরতি নিয়ে স্মার্টফোনের ব্যবহার করলে সেক্ষেত্রে ত্বকের একাধিক সমস্যা এড়ানো যেতে পারে।
Published at : 10 Jun 2021 04:51 PM (IST)