Foods to Loose Weight: শরীরের ওজন ঝরাতে চান ? খাবারের তালিকায় এগুলি রাখতে পারেন
শরীরের ওজন ঝরাতে হলে খাবারের পাতে রোজ স্যালাড রাখুন। টমেটো, বিট, বঁধাকপি, ক্যাপসিকাম এবং শসা দিয়ে বানান স্যালাড। এগুলিতে ক্যালরি কম থাকে।(ছবি সৌজন্যে : Pixabay)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিস্কুট বা উচ্চ ক্যালরি সম্পন্ন স্ন্যাকস চিবানোর পরিবর্তে, আঙুল, আপেল বা কমলালেবুর মতো ফল খান। যা আপনাকে শক্তি জোগাবে। পেটও ভরে থাকবে।(ছবি সৌজন্যে : Pixabay)
আমোন্ড খেতে পারেন। এটি হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়। খিদে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।(ছবি সৌজন্যে : Pixabay)
খাবারের তালিকায় রাখতে পারেন দই। গরুর দুধ থেকে তৈরি দইয়ে প্রতি ১০০ গ্রামে ৫৬ ক্যালরি থাকে। দই হল প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিনের উৎস।
অঙ্কুরিত ছোলা খেতে পারেন। এটা ভিটামিন ও ফাইবারের উৎস। পেট ভর্তি থাকে। শরীরের পক্ষেও উপকারী।(ছবি সৌজন্যে : Pixabay)
জলে ক্যালরি থাকে না। হজমেও সাহায্য করে। এর পাশাপাশি নিজের পেট ভর্তি লাগে।(ছবি সৌজন্যে : Pixabay)
এটা জেনে অবাক হবেন যে অল্প পরিমাণ আলু সেদ্ধ(ফ্যাট জাতীয় কিছু মেশালে হবে না) আপনার ডায়েটের পক্ষে ভাল। এর সঙ্গে একটু গোলমরিচ ও লেবু মিশিয়ে ভর্তা করে নিন।(ছবি সৌজন্যে : Pixabay)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -