Lifestyle: কর্মক্ষেত্রে চনমনে থাকবেন কী ভাবে?
বেশিরভাগের ক্ষেত্রে কাজের জায়গা মানেই যেন প্রত্যেক দিনের লড়াই। কখনও বিপুল চাপ, কখনও আবার বছরের পর বছর ধরে একই কাজের একঘেঁয়েমি। সব মিলিয়ে প্রথম দিনের চনমনে ভাবটা ধরে রাখাই কঠিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটা পরামর্শ মেনে চললে বেশ কিছুটা সুরাহা মিলতে পারে।
প্রথমত ব্রেকফাস্ট বা দিনের প্রথম খাবারটি যেন সুষম ও পুষ্টিগুণসম্পন্ন হয়। তবে স্বাদের বিষয়টি একদম বাদ দিলে চলবে না।
কাজের জায়গায় যাওয়ার আগে সোশ্য়াল মিডিয়ায় উঁকিঝুঁকি একদম নয়। এতে মনঃসংযোগ ক্ষুণ্ণ হতে পারে।
কর্মক্ষেত্র 80/20 নিয়ম মেনে চলুন। সোজা কথায়, যে কাজগুলি না করলেই নয়, সেগুলি একটু ভেবেচিন্তে তালিকা থেকে বাদ দিয়ে ফেলতে হবে।
কঠিন যে কাজগুলি রয়েছে, সব লাঞ্চের আগে শেষ করে ফেলার চেষ্টা করুন। দিনের প্রথমার্ধে মাথা পরিষ্কার থাকতে থাকতেই কঠিন কাজের চাপ নেমে গেলে অনেকটা ভাল থাকবেন।
ছোট ছোট বিরতির সংখ্যা বাড়ান। লম্বা কাজের মাঝখানে কয়েক মিনিটের জন্য সিট ছেড়ে উঠে হাঁটাচলা করুন, টুকটাক কিছু খেতেও পারেন।
কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় উঁকিঝুঁকি নয়। এতে মনোযোগ অন্য দিকে চলে গিয়ে বেশি সময় লাগতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -