Lifestyle:প্রিয়জনকে দিন গ্যাজেট-উপহার!
Valentines Day:ফেব্রুয়ারি মানেই যেন প্রেমের মরসুম। ভালোবাসা উদযাপনের জন্য আলাদা কোনও দিনের অস্তিত্ব হয়তো অনেকেই মানেন না, কিন্তু অনেকের কাছে এটি আবার কাছের মানুষকে উপহার দেওয়ার অন্যতম উপলক্ষ্য।
প্রিয়জনকে দিন গ্যাজেট-উপহার!
1/8
ফেব্রুয়ারি মানেই যেন প্রেমের মরসুম। ভালোবাসা উদযাপনের জন্য আলাদা কোনও দিনের অস্তিত্ব হয়তো অনেকেই মানেন না, কিন্তু অনেকের কাছে এটি আবার কাছের মানুষকে উপহার দেওয়ার অন্যতম উপলক্ষ্য।
2/8
কিন্তু মুশকিল হয় এখানেই। কী উপহার দেবেন? নেহাৎ কম বড় সমস্যা নয়।
3/8
মুশকিল আসান হতে পারে গ্যাজেট! আপনার প্রিয়জন কি স্মার্টওয়াচ পছন্দ করেন? তা হলে দুরন্ত একটা স্মার্টওয়াচ উপহার দিলে কেমন হয়?
4/8
বা ধরুন তিনি যদি ক্যামেরাপ্রেমী হন, তা হলে? ইনস্ট্যান্ট ক্য়ামেরাও ভালো লাগতে পারে তাঁর।
5/8
বইপ্রেমী হলে কিন্তু কথা নেই। সেক্ষেত্রে ই-বুক রিডার রয়েছেই। উপহার হিসেবে দারুণ হতে পারে ই-বুক রিডার।
6/8
এখন নানা সংস্থার নানা ধরনের ই-বুক রিডার রয়েছে। ফলে সব সময় যে প্রিয়জনকে গ্যাজেট উপহার মানেই বিপুল গাঁটের কড়ি খসবে, তা নয়।
7/8
শুধু তাঁর পছন্দটা জেনে নিন। তার পর আপনার বাজেট বুঝে বেছে নিন পছন্দের গ্যাজেট।
8/8
তিনি যদি গেমিং পছন্দ করেন, তা হলে উপহার হিসেবে ই-গেমিং কনসোলও উপহার দিতে পারেন। গিফট যা-ই হোক, থাকুক শুধু প্রাণের ছোঁয়া। তা হলেই মনের কথা মনে পৌঁছে যাবে। (ছবি:PIXABAY)
Published at : 06 Feb 2023 04:00 PM (IST)