Lifestyle:প্রিয়জনকে দিন গ্যাজেট-উপহার!
ফেব্রুয়ারি মানেই যেন প্রেমের মরসুম। ভালোবাসা উদযাপনের জন্য আলাদা কোনও দিনের অস্তিত্ব হয়তো অনেকেই মানেন না, কিন্তু অনেকের কাছে এটি আবার কাছের মানুষকে উপহার দেওয়ার অন্যতম উপলক্ষ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু মুশকিল হয় এখানেই। কী উপহার দেবেন? নেহাৎ কম বড় সমস্যা নয়।
মুশকিল আসান হতে পারে গ্যাজেট! আপনার প্রিয়জন কি স্মার্টওয়াচ পছন্দ করেন? তা হলে দুরন্ত একটা স্মার্টওয়াচ উপহার দিলে কেমন হয়?
বা ধরুন তিনি যদি ক্যামেরাপ্রেমী হন, তা হলে? ইনস্ট্যান্ট ক্য়ামেরাও ভালো লাগতে পারে তাঁর।
বইপ্রেমী হলে কিন্তু কথা নেই। সেক্ষেত্রে ই-বুক রিডার রয়েছেই। উপহার হিসেবে দারুণ হতে পারে ই-বুক রিডার।
এখন নানা সংস্থার নানা ধরনের ই-বুক রিডার রয়েছে। ফলে সব সময় যে প্রিয়জনকে গ্যাজেট উপহার মানেই বিপুল গাঁটের কড়ি খসবে, তা নয়।
শুধু তাঁর পছন্দটা জেনে নিন। তার পর আপনার বাজেট বুঝে বেছে নিন পছন্দের গ্যাজেট।
তিনি যদি গেমিং পছন্দ করেন, তা হলে উপহার হিসেবে ই-গেমিং কনসোলও উপহার দিতে পারেন। গিফট যা-ই হোক, থাকুক শুধু প্রাণের ছোঁয়া। তা হলেই মনের কথা মনে পৌঁছে যাবে। (ছবি:PIXABAY)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -