Healthy Diet: আখরোট-অ্যাভোকাডো দূরে রাখবে অবসাদ, আর কী কী খাবারে উপকার?

Mental Health: মানসিক স্বাস্থ্য ভাল রাখতে প্রয়োজন ভাল খাবারও। কিছু কিছু খাবারের পুষ্টিগুণ অবসাদ ঠেকাতে সাহায্য করে। সেই তালিকায় কী কী রয়েছে? দেখে নিন।

প্রতীকি চিত্র

1/11
যতদিন যাচ্ছে অবসাদের কথা তত বেশি করে শোনা যাচ্ছে। জীবনে নানাভাবে চাপ বাড়াচ্ছে স্ট্রেস। সঙ্গী হচ্ছে হাইপারটেনশনও। এর সঙ্গেই সমস্যা বাড়ছে অবসাদেরও। ছবি: Pexels
2/11
বিশেষজ্ঞরা বলে থাকেন অবসাদ থেকে মুক্তি পেতে বা ঠেকিয়ে রাখতে অন্যতম উপায় হল ডায়েটে। কিছু কিছু খাবার বিভিন্ন কারণে মানসিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। সেগুলি কী কী? ছবি: Pexels
3/11
সেরোটোনিন (Serotonin) হরমোন 'মুড' ভাল রাখতে সাহায্য করে। আবার এই হরমোন তৈরি করতে সাহায্য করে ট্রিপটোফ্যান নামের একটি অ্যামাইনো অ্যাসিড (Amiono Acid)। খাবার থেকেই ট্রিপটোফ্যান সংগ্রহ করতে হয়। আখরোট এই অ্যামাইনো অ্যাসিডের খুব ভাল উৎস। ছবি: Pexels
4/11
আখরোটের মতোই অ্যাভোকাডো (Avocado) ট্রিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিডের গুরুত্বপূর্ণ উৎস। যা সেরোটোনিন তৈরিতে সাহায্য করে। ছবি: Pexels
5/11
যে কোনও ধরনের সবুজ শাকজাতীয় খাবার অবসাদ ঠেকাতে কার্যকরী। মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে, উদ্বেগ-সংক্রান্ত সমস্যা কমাতে কার্যকরী। ছবি: Pexels
6/11
মানসিক স্বাস্থ্য ভাল রাখার জন্য প্রয়োজনীয় সেরোটোনিন। কিছু কিছু জিনিস শরীরে সেরোটোনিন তৈরিতে বাধা দেয়। পেঁয়াজের রাসায়নিক গুণ সেই প্রক্রিয়াটিকেই বাধা দেয়। ফলে সেরোটোনিন তৈরিতে সমস্যা হয় না। ছবি: Pexels
7/11
অবসাদ ও উদ্বেগ দূরে রাখতে মাশরুম বিভিন্ন ভাবে কাজ করে। মাশরুমে বহু পরিমাণে পটাশিয়াম থাকে। যা উদ্বেগ-সংক্রান্ত সমস্যার সঙ্গে লড়তে সাহায্য করে। পাশাপাশি মাশরুমে উচ্চমাত্রায় অ্যান্টি অক্সিড্যান্ট থাকে। ছবি: Pexels
8/11
অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যানের আরও একটি ভাল উৎস হল বীন-জাতীয় খাদ্য। এই ধরনের খাবারে ম্যাগনেশিয়াম থাকে। যা মানসিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। ছবি: Pexels
9/11
চিয়া সীডস, ফ্ল্যাক্স সীডস বা তিসি অবসাদ দূরে রাখতে সাহায্য করে। এসব বীজে ওমেগা থ্রি, অ্যান্টি অক্সিড্যান্ট এবং ফাইবার থাকে। যা সম্মিলিত ভাবে শরীরে পুষ্টিপদার্থ শোষণে সাহায্য করে। ছবি: Pexels
10/11
এছাড়াও টোম্যাটো, ব্ল্ু-বেরি, দই, সামুদ্রিক মাছের পুষ্টিগুণ মানসিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। মুরগি বা টার্কির মাংসও ট্রিপটোফ্যানের উৎস। যা সেরোটনিন বৃদ্ধিতে সহায়ক। ছবি: Pexels
11/11
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। ছবি: Pexels
Sponsored Links by Taboola