Lifestyle: 'ব্রেস' লাগানোর কথা ভাবছেন? মাথায় রাখুন এই বিষয়গুলি
'ব্রেস' লাগানোর কথা ভাবছেন? বহু প্রয়োজনে অনেক সময়ই চিকিৎসকেরা আমাদের 'ব্রেস' লাগানোর পরামর্শ দেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেক্ষেত্রে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখবেন, পরামর্শ বিশেষজ্ঞদের।
'ব্রেস' লাগানোর একেবারে প্রাথমিক পর্যায়ে ব্যথা হতে পারে। জিনিসটি কষ্টকরও হতে পারে। তবে ব্যথা বেশি দিন থাকলে অবশ্যই চিকিৎসককে জানান।
চুয়িং গাম জাতীয় খাবার যা 'ব্রেস'-এ আটকে যেতে পারে, তা পারতপক্ষে খাবেন না।
'ব্রেস' লাগানোর কোনও বয়স হয় না। কিন্তু দাঁতের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।
ব্রেস লাগানোর পর খাবারের টুকরো দাঁতের বিভিন্ন অংশে আটকে যেতে পারে। তাই ভালো করে ব্রাশ করা দরকার।
এই চিকিৎসাটি ব্যয়বহুল হতে পারে। সুতরাংআপনার কাছেপিঠে কোথায় এই চিকিৎসার কী রকম খরচ, আগে থেকে জেনে নিন।
তবে কোনও সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান। তিনিই আপনাকে সাহায্য করতে পারবেন। (ছবি:PIXABAY)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -