Lifestyle: 'ব্রেস' লাগানোর কথা ভাবছেন? মাথায় রাখুন এই বিষয়গুলি

Braces Tips: ব্রেস লাগানোর কথা ভাবছেন? বহু প্রয়োজনে অনেক সময়ই চিকিৎসকেরা আমাদের ব্রেস লাগানোর পরামর্শ দেন।সেক্ষেত্রে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখবেন, পরামর্শ বিশেষজ্ঞদের।

'ব্রেস' লাগানোর কথা ভাবছেন?

1/8
'ব্রেস' লাগানোর কথা ভাবছেন? বহু প্রয়োজনে অনেক সময়ই চিকিৎসকেরা আমাদের 'ব্রেস' লাগানোর পরামর্শ দেন।
2/8
সেক্ষেত্রে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখবেন, পরামর্শ বিশেষজ্ঞদের।
3/8
'ব্রেস' লাগানোর একেবারে প্রাথমিক পর্যায়ে ব্যথা হতে পারে। জিনিসটি কষ্টকরও হতে পারে। তবে ব্যথা বেশি দিন থাকলে অবশ্যই চিকিৎসককে জানান।
4/8
চুয়িং গাম জাতীয় খাবার যা 'ব্রেস'-এ আটকে যেতে পারে, তা পারতপক্ষে খাবেন না।
5/8
'ব্রেস' লাগানোর কোনও বয়স হয় না। কিন্তু দাঁতের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।
6/8
ব্রেস লাগানোর পর খাবারের টুকরো দাঁতের বিভিন্ন অংশে আটকে যেতে পারে। তাই ভালো করে ব্রাশ করা দরকার।
7/8
এই চিকিৎসাটি ব্যয়বহুল হতে পারে। সুতরাংআপনার কাছেপিঠে কোথায় এই চিকিৎসার কী রকম খরচ, আগে থেকে জেনে নিন।
8/8
তবে কোনও সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান। তিনিই আপনাকে সাহায্য করতে পারবেন। (ছবি:PIXABAY)
Sponsored Links by Taboola