Grooming during Monsoon: গোলাপজল নাকি অ্যালোভেরা, বর্ষাকালে কীভাবে ত্বকের হারানো জেল্লা ফিরে পাবেন?
বর্ষাকালে আবহাওয়ায় আদ্রতার পরিমাণ বেশি থাকায় এই সময়ে ত্বক এবং চুলের নানা সমস্যা দেখা দেয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সময়ে ত্বকের সঠিক পরিচর্যার দরকার হয়। সঠিক পরিচর্যা করলে বর্ষাকালেও ত্বক হয়ে উঠতে পারে ঝলমলে এবং উজ্জ্বল।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময়ে ত্বককে ধুলো এবং দূষণ থেকে প্রতিরোধ করতে সঠিক ক্লিনজার ব্যবহার করা খুবই জরুরি।
ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার রাখতে অ্যালোভেরা, নিম বা শশার রসের জুড়ি মেলা ভার।
ত্বকের মরা কোষ দূর করার জন্য ওটমিল কিংবা কফির প্যাক ব্যবহার করতে পারেন।
ব্রণ, অ্যাকনে কিংবা ব্ল্যাকহেডসের মতো সমস্যা দূর করতে সঠিকভাবে ক্লেনজিং এবং টোনিং প্রয়োজন।
যে কোনও প্রসাধনী ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল রাখা দরকার, তা যেন অবশ্যই কেমিক্যালবিহীন হয়।
ওপেন পোরসের মতো সমস্যা বর্ষাকালে বেশি পরিমাণে দেখা দেয়। এক্ষেত্রে গোলাপজল বা গ্রিন টি দারুণ উপকারী।
গ্রীষ্মকালের মতো বর্ষাকালেও বাইরে বেরনোর সময়ে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।
ত্বকের মতো চুলের ক্ষেত্রেও বর্ষাকালে বিশেষ যত্ন প্রয়োজন। তার জন্য বেছে নিতে হবে সঠিক শ্যাম্পু। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -