Lifestyle:কাজের জায়গায় যাতায়াতে সময় লাগে? বাঁচাতে পারেন এই ভাবে
Time Saving Tips:কাজের জায়গায় যাওয়া-আসায় প্রত্যেক দিন অনেকটা সময় চলে যায়? কী ভাবে সবটা সামলাবেন বুঝতে পারছেন না?
কাজের জায়গায় যাতায়াতে সময় লাগে? বাঁচাতে পারেন এই ভাবে
1/8
কাজের জায়গায় যাওয়া-আসায় প্রত্যেক দিন অনেকটা সময় চলে যায়? কী ভাবে সবটা সামলাবেন বুঝতে পারছেন না?
2/8
কয়েকটি সহজ টিপস মেনে চললে হয়তো বাঁচতে পারে সময়। কী রকম?
3/8
ধরুন, আপনাকে অনেকটা রাস্তা উজিয়ে কাজের জায়গায় পৌঁছতে হয়। সেক্ষেত্রে এই সময়টাও কিছু কাজে ব্যবহার করে নিতে পারেন। ই-মেল ড্রাফট করে রাখা, কোনও গুরুত্বপূর্ণ আর্টিকল পড়ে ফেলা বা অন্য কোনও হোমওয়ার্ক যা কাজের জায়গায় করতে হত, তা এই সময়ে করে নেওয়া যেতে পারে।
4/8
সময় বাঁচাতে রাতের দিকেই পর দিনের খাবারদাবার বানিয়ে রাখুন। যদি খাবার তৈরি করা সম্ভব না হয়, তা হলে কাঁচা উপকরণগুলি অত্যন্ত তৈরি করে রাখুন।
5/8
কোন পোশাক পরবেন, সেটি একদম একেবারে শেষ মুহূর্তের জন্য রেখে দেবেন না। আগেই বেছে রাখুন।
6/8
তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে মোবাইল বা ল্যাপটপে চার্জ দিতে ভুলে যাওয়ার ঘটনা ঘটে?
7/8
এমন হলে বিপদে পড়তে পারেন। শেষ মুহূর্তের ভুল ও দেরি, দুটোই এড়াতে মোবাইল বা ল্যাপটপের মতো যন্ত্রপাতি আগেই চার্জ দিয়ে রাখুন।
8/8
কাজের সুযোগ যেমন বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যাতায়াতের সময় ও ধকল। কিন্তু একটু খেয়াল করে চললেই অনেকটা সময় বাঁচানো যেতে পারে।
Published at : 05 May 2023 02:06 PM (IST)