Lifestyle:কাজের জায়গায় যাতায়াতে সময় লাগে? বাঁচাতে পারেন এই ভাবে
কাজের জায়গায় যাওয়া-আসায় প্রত্যেক দিন অনেকটা সময় চলে যায়? কী ভাবে সবটা সামলাবেন বুঝতে পারছেন না?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকয়েকটি সহজ টিপস মেনে চললে হয়তো বাঁচতে পারে সময়। কী রকম?
ধরুন, আপনাকে অনেকটা রাস্তা উজিয়ে কাজের জায়গায় পৌঁছতে হয়। সেক্ষেত্রে এই সময়টাও কিছু কাজে ব্যবহার করে নিতে পারেন। ই-মেল ড্রাফট করে রাখা, কোনও গুরুত্বপূর্ণ আর্টিকল পড়ে ফেলা বা অন্য কোনও হোমওয়ার্ক যা কাজের জায়গায় করতে হত, তা এই সময়ে করে নেওয়া যেতে পারে।
সময় বাঁচাতে রাতের দিকেই পর দিনের খাবারদাবার বানিয়ে রাখুন। যদি খাবার তৈরি করা সম্ভব না হয়, তা হলে কাঁচা উপকরণগুলি অত্যন্ত তৈরি করে রাখুন।
কোন পোশাক পরবেন, সেটি একদম একেবারে শেষ মুহূর্তের জন্য রেখে দেবেন না। আগেই বেছে রাখুন।
তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে মোবাইল বা ল্যাপটপে চার্জ দিতে ভুলে যাওয়ার ঘটনা ঘটে?
এমন হলে বিপদে পড়তে পারেন। শেষ মুহূর্তের ভুল ও দেরি, দুটোই এড়াতে মোবাইল বা ল্যাপটপের মতো যন্ত্রপাতি আগেই চার্জ দিয়ে রাখুন।
কাজের সুযোগ যেমন বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যাতায়াতের সময় ও ধকল। কিন্তু একটু খেয়াল করে চললেই অনেকটা সময় বাঁচানো যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -