Glowing Skin in Durga Puja: দুর্গাপুজোর আগেই ত্বকে আসুক জেল্লা, মেনে চলুন ছোট্ট কয়েকটা টিপস
হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। তারপরই আসছে মহা উৎসব দুর্গাপুজো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুর্গাপুজোয় সবাইতে চমকে দিতে নজর দেওয়া দরকার চোখে। চোখের তলায় কালি যেকোনও মেক-আপকেই মাটি করে দেয়। তাই আগে নির্মূল করে ফেলুন চোখের নিচের কালি বা ডার্ক আইয়ের সমস্যা।
উজ্জ্বল ত্বক পেতে যে প্রসাধনীই ব্যবহার করুন না কেন, তা যেন প্রাকৃতিক এবং কেমিক্যাল মুক্ত হয়, সেদিকে অবশ্যই নজর দেওয়া দরকার।
ফেসিয়ালের ক্ষেত্রে ফলের প্যাক ব্যবহার করতে পারেন। কেমিক্যাল মুক্তও হবে আবার ত্বকের জন্য দারুণ উপকারীও।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সবার আগে ত্বক ভালো করে পরিস্কার রাখা দরকার। মুখ থেকে গোটা শরীরে ভালো করে ক্লেনজার ব্য়বহার করুন।
ত্বক পরিস্কারের জন্য ক্ষার সম্পন্ন সাবান একেবারেই ব্যবহার করা চলবে না।
চালের গুঁড়ো, চিনির গুঁড়ো কিংবা ওটসের সঙ্গে নারকেল তেল বা লেবুর রস মিশিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন স্ক্রাবার।
গরম জলে স্নান করা একেবারেই চলবে না। ঠান্ডা জলে ভালো করে প্রতিদিন স্নান করুন।
স্নানের পর সারা শরীরে ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। ত্বকে জলীয়ভাব বজায় রাখে ময়শ্চারাইজার।
রাতে ঘুমোতে যাওয়া অন্তত ৩০ মিনিট আগে নাইট ক্রিম ব্যবহার করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -