Eye Cleaning Tips: জলের ঝাপটায় কি বেশি ক্ষতি হয় চোখের? অজান্তে বিপদ আসছে না তো
চোখের যত্ন নিন
1/9
চোখের সুস্বাস্থ্য বজায় রাখার অন্যতম উপায় হল জল। তবে চোখ এতটাই সংবেদনশীল, একে সযত্নে রাখতে হবে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে।
2/9
সারাদিন ফোন, ল্যাপটপ ও আলোর মধ্যে থাকার পর দিনের শেষে চোখের বিশ্রামের প্রয়োজন অবশ্যই রয়েছে। তা না হলে বাড়বে বিপদ।
3/9
ভুলেও চোখ কচলাবেন না। এতে হাতের ময়লা চোখে গিয়ে ক্ষতি যেমন হয়, তেমনই চোখের চারপাশে রক্তজালিকা ছিঁড়ে গিয়ে কালি পড়ে
4/9
চোখ ভাল রাখতে জল দিয়ে ধোয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।
5/9
তবে অনেকেই জলের ঝাপটা দেন। সেটা দেওয়া উচিত নয় বলেই জানাচ্ছে রিপোর্ট।
6/9
চোখের নার্ভ অত্যন্ত সুক্ষ্ম ও সংবেদনশীল। তাই জলের ঝাপটায় উপকারের থেকে অজান্তেই ক্ষতি করে ফেলছেন।
7/9
চোখের নার্ভ অত্যন্ত সুক্ষ্ম ও সংবেদনশীল। তাই জলের ঝাপটায় উপকারের থেকে অজান্তেই ক্ষতি করে ফেলছেন।
8/9
ঠান্ডা জলে তুলো ভিজিয়ে চোখে চাপা দিয়েও রাখতে পারেন। এতে চোখে আরাম হয়।
9/9
চোখে অস্বস্তি হলে প্রাথমিকভাবে জল দিয়ে বারংবার ধুতে পারেন। তবে বাড়তি সমস্যা হলে চিকিৎসকের কাছে যাওয়া শ্রেয়।
Published at : 10 Nov 2021 03:59 PM (IST)