Lifestyle:বছরে কত বার বেড়াতে যাওয়া উচিত?

Vacation Tips:বেড়াতে ভালবাসেন? নানা চাপ, ব্যস্ততার মধ্যেও ঠিক সময় করে বেড়াতে চলে যান? কিন্তু বছরে আনুমানিক কত বার বেড়াতে যাওয়া দরকার?সত্যি কথা বলতে, এই ব্যাপারে কোনও নির্দিষ্ট নিয়মবিধি নেই।

বছরে কত বার বেড়াতে যাওয়া উচিত?

1/8
বেড়াতে ভালবাসেন? নানা চাপ, ব্যস্ততার মধ্যেও ঠিক সময় করে বেড়াতে চলে যান? কিন্তু বছরে আনুমানিক কত বার বেড়াতে যাওয়া দরকার?
2/8
সত্যি কথা বলতে, এই ব্যাপারে কোনও নির্দিষ্ট নিয়মবিধি নেই। সময়-সুযোগ, পরিস্থিতি, আর্থিক সামর্থ্য-সহ একাধিক বিষয়ের উপর বেড়াতে যাওয়া নির্ভর করে।
3/8
তবে সুস্থ থাকতে হলে বছরে অন্তত একটা 'ট্রিপ' অবশ্যই প্ল্যান করা জরুরি।
4/8
পারলে কয়েক মাস অন্তর ছোট ছোট ট্রিপ করতে পারেন। এতে সাময়িক ভাবে হলেও ক্লান্তি কাটে।
5/8
প্রত্যেক ১ বা ২ বছরে বড়সড় একটা 'ট্রিপ' প্ল্যান করতে ভাল। বিদেশেও কোথাও যাওয়া যেতে পারে।
6/8
এই ধরনের ট্রিপ মানসিক ক্লান্তি দূর করে, জ্ঞানের ভাঁড়ার সমৃদ্ধ করে। সবচেয়ে বড় কথা, আধ্যাত্মিক উন্নতির জন্যও গুরুত্বপূর্ণ।
7/8
তবে এই ধরনের ট্রিপ করতে হলে আগে থেকে ভেবেচিন্তে আর্থিক সঞ্চয় করা দরকার।
8/8
কত বার বেড়াতে গেলেন তার থেকেও জরুরি বেড়ানোর অভিজ্ঞতা। আখেরে সেটিই সমস্ত ক্লান্তি দূর করে।
Sponsored Links by Taboola