Lifestyle:ঘন চুলের জন্য কী করবেন?

Hair Care:চুল ঘন করতে নানা রকম চেষ্টা করেও সেভাবে লাভ হচ্ছে না? হেয়ার এক্সপার্টদের অনেকে মনে করেন, চুলের ভলিউম বা ঘনত্ব বাড়াতে হলে কয়েকটি নির্দিষ্ট নিয়ম মেনে চলা দরকার।

ঘন চুলের জন্য কী করবেন?

1/8
চুল ঘন করতে নানা রকম চেষ্টা করেও সেভাবে লাভ হচ্ছে না? বরং দামী দামী প্রোডাক্টে স্রেফ অর্থদণ্ড?
2/8
হেয়ার এক্সপার্টদের অনেকে মনে করেন, চুলের ভলিউম বা ঘনত্ব বাড়াতে হলে কয়েকটি নির্দিষ্ট নিয়ম মেনে চলা দরকার।
3/8
প্রথমত, কী ধরনের শ্যাম্পু ব্যবহার করছেন সে দিকে খেয়াল রাখতে হবে। সাধারণত এসব ক্ষেত্রে হেয়ার ভলিউমাইজিং শ্যাম্পু ব্যবহারেই জোর দেওয়া হয়ে থাকে।
4/8
ব্লো ড্রাই করার ক্ষেত্রেও একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা জরুরি।
5/8
নিচ থেকে উপর, এই ভাবে ব্লো ড্রাই করলে চুলটা অনেক বেশি ঘন দেখায়।
6/8
এসেনশিয়াল অয়েল দিয়ে চুলের স্ক্যাল্প ম্যাসাজ করা দরকার।
7/8
বিশেষত রোজমেরি বা ল্যাভেন্ডার জাতীয় এসেনশিয়াল অয়েল ব্যবহার করলে রক্ত সঞ্চালন বাড়ে, গোড়া শক্ত হয়, চুল পড়াও কমে।
8/8
এছাড়া 'হট টাওয়েল থেরাপি'-র উপরও জোর দেন বিশেষজ্ঞরা। গরম জলে তোয়ালে ভিজিয়ে সেই তোয়ালে মাথায় জড়িয়ে রাখা দরকার। তবে তার আগে মাথায় তেল দিয়ে ম্যাসাজ করতে হবে। এক্ষেত্রে একটি বিষয় অবশ্য মনে রাখলে ভাল। সকলের ক্ষেত্রে সব টোটকা কার্যকরী নাও হতে পারে।
Sponsored Links by Taboola