Lifestyle: ডিজিটাল ডেটিংয়ে কী করবেন?

Digital Dating Tips:কাছের মানুষের সঙ্গে কখন, কোথায় আলাপ হয় কেউ কি জানে? ডিজিটাল দুনিয়াতেও এখন খোঁজ মেলে সেই বিশেষ মানুষের। তবে ডিজিটাল ডেটিংয়ের ক্ষেত্রেও কিছু নিয়মনীতি মানা জরুরি।

ডিজিটাল ডেটিংয়ে কী করবেন?

1/8
কাছের মানুষের সঙ্গে কখন, কোথায় আলাপ হয় কেউ কি জানে? ডিজিটাল দুনিয়াতেও এখন খোঁজ মেলে সেই বিশেষ মানুষের।
2/8
তবে ডিজিটাল ডেটিংয়ের ক্ষেত্রেও কিছু নিয়মনীতি মানা জরুরি। সময় দেওয়া দরকার সম্পর্ককে।
3/8
প্রথমত, এই ধরনের সম্পর্কে একশো শতাংশ সৎ থাকা জরুরি। আপনি যা নন, তা হওয়ার চেষ্টা করবেন না।
4/8
যে কোনও সম্পর্কের মতো এক্ষেত্রেও নিয়মিত কথাবার্তা বলা অত্যন্ত জরুরি।
5/8
কাছের মানুষটির নেশা, ভালো-লাগা, খারাপ-লাগা ইত্যাদিতে উৎসাহ প্রকাশ করুন।
6/8
দুজনের পছন্দের মধ্যে কোনও মিল থাকলে সেই ধরনের কাজ একসঙ্গে করার চেষ্টা করুন।
7/8
ধৈর্য জরুরি। হাল ছাড়া যাবে না। যে কোনও সম্পর্কে চড়াই-উতরাই থাকেই।
8/8
হাল না ছেড়ে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় কথা, কাছের মানুষের পাশে দাঁড়ান। (ছবি:PIXABAY)
Sponsored Links by Taboola