Lifestyle:টানা ইন্টারনেটে নজর? কমাতে কী করবেন?

Binge Watching: দিন হোক বা রাত, বাড়ি হোক বা কাজের জায়গা, স্থান বা কাল নির্বিশেষে যে কোনও জায়গায় মোবাইল/ল্যাপটপ খুলে নাগাড়ে ভিডিও কনটেন্ট দেখে চলেছেন?

টানা ইন্টারনেটে নজর? কমাতে কী করবেন?

1/8
দিন হোক বা রাত, বাড়ি হোক বা কাজের জায়গা, স্থান বা কাল নির্বিশেষে যে কোনও জায়গায় মোবাইল/ল্যাপটপ খুলে নাগাড়ে ভিডিও কনটেন্ট দেখে চলেছেন?
2/8
যদি দীর্ঘমেয়াদে এই ঘটনা ঘটতেই থাকে, সেটির নাম 'বিঞ্জ ওয়াচিং'।
3/8
কী ভাবে এই অভ্যাস থেকে মুক্ত হবেন? প্রথমেই মনে রাখা দরকার, টানা এই জিনিস চলতে থাকলে স্মৃতিশক্তি ধাক্কা খেতে পারে।
4/8
কোনও কনটেন্টই টানা না দেখে মাঝেমধ্যে ব্রেক নেওয়া দরকার। দু'মিনিট হেঁটে এলে ভাল, হালকা এক্সারসাইজও করে নিতে পারেন।
5/8
কী কাজ করতে ভালোবাসেন, তার একটি তালিকা তৈরি করুন।
6/8
অবসর সময়ে বিঞ্জ ওয়াচ না করে সেই কাজগুলি করে দেখতে পারেন। হয়তো তাতে এই আসক্তি কিছুটা কমবে।
7/8
অ্যালার্ম দিয়ে রাখুন। হয়তো আপনার প্রিয় কোনও শো দেখবেন। কিন্তু অ্যালার্ম বেজে গেলে তার বেশি কিছুতেই মোবাইল বা ল্যাপটপে সময় কাটানো যাবে না, এটিও যেন মনে থাকে।
8/8
তবে এর পরও সমস্যা না কমলে মনোবিদের কাছে যাওয়াই শ্রেয়। তিনি আপনাকে সাহায্য করবেন।
Sponsored Links by Taboola