Lifestyle: শীতের আমেজে ডেটিং-র ভাবনা!
Dates During Winter: মাঝামাঝি পেরিয়ে গেল ডিসেম্বর। আর কদিন বাদে বড়দিন, তার পর বর্ষবরণ। শীতের আমেজ ফের টের পাচ্ছে কলকাতা। এই মরসুমে কী ভাবে সময় কাটাতে চান বিশেষ মানুষটির সঙ্গে?
শীতের আমেজে ডেটিং-র ভাবনা!
1/8
মাঝামাঝি পেরিয়ে গেল ডিসেম্বর। আর কদিন বাদে বড়দিন, তার পর বর্ষবরণ। শীতের আমেজ ফের টের পাচ্ছে কলকাতা। ডেটিংয়ের জন্য দুরন্ত সময়।
2/8
শীতের মরসুমে কী ভাবে সময় কাটাতে চান বিশেষ মানুষটির সঙ্গে? ডেটিংয়ের সাত-সতেরো রইল এখানে।
3/8
'গেম নাইট'। কোনও গেমিং আর্কেডে যেতে পারেন। বা বেরোতে না পারলে বাড়িতেই 'গেমিং কনসোল'- চালু করে দিতে পারেন।।
4/8
'বনফায়ার'। শীতের বিকেলে আগুনের ধারে প্রিয়জনের পাশে বসে আড্ডা, দেদার গল্প। এর থেকে ভাল ডেটিং-র ভাবনা কী হতে পারে?
5/8
যদি আপনি ও আপনার সঙ্গী খাদ্যরসিক হন, তা হলে রেস্তোঁরা বা ক্যাফে আদর্শ জায়গা।
6/8
ফিল্ম দেখতে ভালোবাসলে আরও ভালো। বাড়িতেই ওটিটি ফ্ল্যাটফর্ম ও স্মার্ট টিভি ও পপকর্ন নিয়ে বসে যেতে পারেন।
7/8
শীতকাল মানে উদযাপনের সময়। ক্রিসমাসের জন্য কেক তৈরি বা বর্ষবরণের আনন্দকেও তাই ডেট-র মধ্যে সামিল করে নিতে পারেন
8/8
উদ্দেশ্য একটাই। ডেটিং মানে একই ধরনের ভাবনাচিন্তা হতে হবে, তা নয়। শীতের আমেজ মাথায় রেখে ডেটিংয়ের পরিকল্পনা করুন। (ছবি: PIXABAY)
Published at : 17 Dec 2022 03:04 PM (IST)