Lifestyle:বেড়াতে যাচ্ছেন? হোটেল বুকিংয়ের জন্য কী মাথায় রাখবেন?
How To Save Money:গ্রীষ্মকাল প্রায় এসে পড়েছে যার অর্থ গরমের ছুটির আর দেরি নেই।গরমের ছুটি মানেই বেড়ানো। কিন্তু হোটেল যে বুকিং করবেন, সে জন্য আগে থেকে কিছু প্ল্যান করে রেখেছেন?
বেড়াতে যাচ্ছেন? হোটেল বুকিংয়ের জন্য কী মাথায় রাখবেন?
1/8
গ্রীষ্মকাল প্রায় এসে পড়েছে যার অর্থ গরমের ছুটির আর দেরি নেই।
2/8
গরমের ছুটি মানেই বেড়ানো। কিন্তু হোটেল যে বুকিং করবেন, সে জন্য আগে থেকে কিছু প্ল্যান করে রেখেছেন?
3/8
হোটেল বুকিংয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় আগে থেকে মনে রাখা দরকার।
4/8
হোটেল যদি মন মতো না হয়, তা হলে বেড়ানোর অর্ধেক আনন্দই মাটি হতে পারে।
5/8
এক্ষেত্রে আগাম পরিকল্পনা অত্যন্ত জরুরি। প্রথমত, বেড়ানোর জন্য কতটা বাজেট বরাদ্দ, সেটি আগে ছকে ফেলতে পারলে ভাল।
6/8
আগেভাগেই হোটেল বুক করে ফেললে অনেকটা সাশ্রয় হয়। কারণ বেড়ানোর মরসুমে হোটেলের 'রুম ফেয়ার' চড়া হয়ে থাকে।
7/8
যদি কোনও নির্দিষ্ট হোটেলের পয়েন্ট কার্ড বা মেম্বারশিপ কার্ড থাকে, তা হলে এই সময়ে অবশ্যই কাজে লাগানো প্রয়োজন।
8/8
এছাড়া একাধিক অনলাইন হোটেল বুকিং পোর্টাল রয়েছে। তারা লোভনীয় ছাড়ের অফারও দেয়। তবে রিভিউ দেখেশুনেই ভাল হোটেল বুক করুন।
Published at : 30 Mar 2023 10:54 PM (IST)