Relationship Tips:সম্পর্কে চিড়? সব শেষ নয়, এই পথ ধরলে কাছে ফিরতে পারেন প্রিয়জন
Lifestyle:একসময়ে যে সম্পর্কে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন, সেই সম্পর্কে হঠাৎ চিড় ধরলে জীবনের অনেকটা অংশ এলোমেলো হয়ে যেতে পারে। তবে চিড় মানেই সম্পর্ক শেষ, তা নয়।
সম্পর্কে চিড়? সব শেষ নয়, এই পথ ধরলে কাছে ফিরতে পারেন প্রিয়জন
1/9
সব ঠিক ছিল, কিন্তু ইদানিং যেন কাছের মানুষটির সঙ্গে কথাবার্তার থেকে বচসাই বেশি হয়। পরিস্থিত এমন, যে কখনও আপনি, কখনও আবার তিনি সম্পর্কে ইতি টানার কথা ভাবেন, বলেও ফেলেন।
2/9
একসময়ে যে সম্পর্কে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন, সেই সম্পর্কে হঠাৎ চিড় ধরলে জীবনের অনেকটা অংশ এলোমেলো হয়ে যেতে পারে। তবে চিড় মানেই সম্পর্ক শেষ, তা নয়। একটু ধীরে এগোলে হয়তো সেই সম্পর্ক আবার অক্সিজেন পেতে পারেে।
3/9
এক্ষেত্রে প্রথমেই যেটা মনে রাখা দরকার, তা হল যে কোনও সম্পর্কের তিক্ততা কাটাতে সময় লাগে। তীব্র টানাপড়েনের মুহূর্তে ধৈর্য্য ধরা কঠিন হলেও কাছের মানুষটিকে ফেরাতে চাইলে সময় দেওয়া দরকার।
4/9
আর একটি শব্দ, 'সমানুভূতি', এর কথা হয়তো আমরা প্রায়ই শুনে থাকি, কিন্তু তেমন আমল দিই না। বিষয়টি কঠিন। কিন্তু সঙ্গীর সুবিধা-অসুবিধা তাঁর মতো করে বোঝার চেষ্টা করলে বহু সমস্যার সমাধান হয়ে যায়।
5/9
নতুন করে সম্পর্কের ভিত গড়তে হলে এটা খেয়াল রাখা দরকার, যে তা যেন স্বচ্ছ ও স্পষ্ট কথোপকথনের উপর দাঁড়িয়ে থাকে।
6/9
সম্পর্কের জট কাটাতে সত্যি ও স্বচ্ছ কথোপকথনের কোনও বিকল্প নেই। তাই এই ধরনের কথাবার্তা যত বেশি বলা যায়, তত মঙ্গল। তবে অযথা তাড়াহুড়ো নয়। না হলে প্রিয়জনের কাছ থেকে পাওয়া আঘাতের স্মৃতি ফের টাটকা হয়ে যেতে পারে।
7/9
একে অন্যের ভুল, দোষ-ত্রুটি ক্ষমা করার মধ্যে সম্পর্ককে আর একটা সুযোগ দেওয়ার বীজমন্ত্র লুকিয়ে রয়েছে। ক্ষমা করতে পারলে মনের গভীরে লাগা আঘাতও ধীরে ধীরে সারতে পারে, মনে করেন বিশেষজ্ঞরা।
8/9
দু'জন মানুষ একে অন্যের কাছাকাছি এসেছেন মানেই তাঁরা একে অন্যের প্রতিচ্ছবি, এমন নয়। ব্যক্তিস্বাতন্ত্র্যে বিশ্বাস রাখা দরকার। আপনার কাছের মানুষটি যে একজন স্বয়ংসম্পূর্ণ আলাদা মানুষ, সেটি সম্মান করতে পারলে বহু সমস্যা এমনিই মিটে যাওয়ার কথা।
9/9
পুরনো তিক্ততা, যন্ত্রণার স্মৃতির পর্ব পেরিয়ে গিয়েছে। সেটা অতীত। সেগুলিকে সেখানে রেখে ধীরে ধীরে একে অন্যের সান্নিধ্যে আসার চেষ্টা করে দেখতে পারেন। হাতে হাত বা কাঁধে হাত রেখে খানিকটা সময় কাটানো, এমন ভাবেও চেষ্টা করে দেখা যেতে পারে। দেখুন তো, পুরনো অনুভূতিগুলো ফিরে আসে কিনা।
Published at : 03 Nov 2023 06:03 AM (IST)