Lifestyle:ফের ডেটিংয়ের জন্য তৈরি? কী ভাবে বুঝবেন?
Dating Tips:পুরনো সম্পর্কের জের সামলে নতুন করে এগোতে চান, কিন্তু বুঝতে পারছেন না?নতুন করে ডেটে যেতে আপনি তৈরি? বুঝতে হলে একবার কয়েকটি দিক খেয়াল করে দেখতে পারেন।
ফের ডেটিংয়ের জন্য তৈরি? কী ভাবে বুঝবেন?
1/8
পুরনো সম্পর্কের জের সামলে নতুন করে এগোতে চান, কিন্তু বুঝতে পারছেন না?
2/8
নতুন করে ডেটে যেতে আপনি তৈরি? বুঝতে হলে একবার কয়েকটি দিক খেয়াল করে দেখতে পারেন।
3/8
প্রাক্তনের কথা, স্মৃতি বা তাঁর সঙ্গে জড়িত যা কিছু আপনাকে নানা ভাবে তাড়া করত, সেগুলির সঙ্গে এখন কি মানিয়ে নিতে পেরেছেন?
4/8
নতুন করে ডেটিংয়ের কথা ভেবে উৎসাহ হয়? সোজা কথায়, এটি যেন বাড়তি কোনও স্ট্রেস না দেয়।
5/8
নতুন করে কারও সঙ্গে সম্পর্ক তৈরির আগে ভাল করে বুঝে নিন, আপনি কি এককভাবে নিজের মনের যত্ন নিতে পারছেন?
6/8
অন্য কারও সম্পর্কে ভাবার, তাঁর ভাল-মন্দ নিয়ে চিন্তা করার উৎসাহ রয়েছে?এটিও নিজেকে প্রশ্ন করুন।
7/8
সব কিছুর মতোই ডেটিংয়ের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার।
8/8
আপনি এখান থেকে কী চাইছেন, কতটা দিতে পারবেন, সেটিও ভেবে দেখা দরকার।
Published at : 03 Apr 2023 12:27 AM (IST)