Lifestyle: সম্পর্কের মধ্যেও নিজস্বতা? রইল টিপস

How To Be Independent In A Relationship: কাছের মানুষটির সঙ্গে সময় কাটাতে ভাল লাগে, তাঁর পছন্দ-অপছন্দ সবসময় মাথায় ঘোরে। কিন্তু এর মধ্যে কোথাও স্বকীয়তা হারিয়ে ফেলছেন না তো?

সম্পর্কে থেকেও নিজস্বতা রাখতে চান? রইল টিপস

1/8
কাছের মানুষটির সঙ্গে সময় কাটাতে ভাল লাগে, তাঁর পছন্দ-অপছন্দ সবসময় মাথায় ঘোরে। কিন্তু এর মধ্যে কোথাও স্বকীয়তা হারিয়ে ফেলছেন না তো?
2/8
সম্পর্কের অর্থ ব্যক্তিভেদে হয়তো আলাদা, তবে স্বাতন্ত্র্য বিসর্জন দিয়ে কোনও সম্পর্কেই কি বেশি দিন ভাল থাকা যায়?
3/8
কিন্তু এমন পরিস্থিতিতে কী ভাবে নিজের জগৎ, ভাল-লাগা, খারাপ লাগা ধরে রাখবেন? প্রথমত, বন্ধুদের আলাদা পরিসর।
4/8
'কমন ফ্রেন্ডস'-র সঙ্গে সময় কাটানো ভাল, কিন্তু আপনার ও আপনার সঙ্গীর কিছুটা বন্ধু-পরিসর যেন আলাদাও থাকে।
5/8
বহু ক্ষেত্রে সঙ্গীর ভাল-খারাপের কথা মাথায় রাখতে গিয়ে নিজের চাহিদা, প্রয়োজনগুলি পিছনে চলে যায়। এমন করলে চলবে না। দুটিকেই সমান গুরুত্ব দিতে হবে।
6/8
ঘনিষ্ঠতা যতই হোক, প্রয়োজন মতো 'না' বলা জরুরি। সমস্ত সম্পর্কে যেমন সীমারেখা রয়েছে, তেমনই এখানেও সীমারেখা টানা দরকার।
7/8
সব সময় 'পার্টনার'-র সঙ্গে সময় কাটাতে হবে, এমন নয়। ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় স্রেফ নিজের জন্য বের করে নিন।
8/8
এই একান্ত সময়ে নিজের প্যাশন, ভাল লাগাগুলির দিকে নজর দিন। সম্পর্ক মানে নিজেকে হারিয়ে ফেলা নয়। স্বাধীন ও স্বতন্ত্র পরিচয় ধরে রেখে আরও একজনের সঙ্গে এগিয়ে চলা। সে জন্য যা যা করণীয়, করতে হবে।
Sponsored Links by Taboola