Lifestyle:ইস্টারের আনন্দ!

Easter 2023:যাঁরা বিশ্বাস করেন, তাঁদের কাছে ক্রিসমাসের মতোই পবিত্র ও আনন্দের উৎসব ইস্টার।নিউ টেস্টামেন্ট অনুযায়ী, এই দিনেই ফের বেঁচে উঠেছিলেন যিশুক্রিস্ট।

ইস্টারের আনন্দ!

1/8
যাঁরা বিশ্বাস করেন, তাঁদের কাছে 'ক্রিসমাসের' মতোই পবিত্র ও আনন্দের উৎসব 'ইস্টার'।
2/8
নিউ টেস্টামেন্ট অনুযায়ী, এই দিনেই ফের বেঁচে উঠেছিলেন যিশুক্রিস্ট।
3/8
ক্রিস্টানদের কাছে  তাই এই পরব অত্যন্ত পবিত্র।কিন্তু এহেন উৎসবের সঙ্গে 'ইস্টার বানি' বা খরগোশের সম্পর্ক ঠিক কোথায়?
4/8
বছরভর শান্তশিষ্ট হয়ে থাকলে বাচ্চাদের জন্য ক্রিসমাসের সময় নানা উপহার আনেন সান্তা ক্লস।
5/8
ইস্টারের সময় একই দায়িত্বে থাকে 'ইস্টার বানিজ'।
6/8
খুদেদের জন্য তার কাছেও থাকে নানা উপহার। এই উদযাপনেরই বড় অংশ জুড়ে থাকে 'ইস্টার এগস'।    
7/8
আসলে ক্রিস্টানদের কাছে নতুন জীবন ও উর্বরতার প্রতীক এই 'ইস্টার এগস'।
8/8
খাবার হিসেবে এই সময় সলিড 'চকোলেট এগস' -র ব্যবহার অত্যন্ত প্রচলিত। তা ছাড়া 'হট ক্রস বানস', কিশমিশ দেওয়া 'ইস্ট ডাফ বানস'-ও এই উৎসবের অন্যতম প্রচলিত খাবার। অল্প কথায় দেশ-কাল-স্থান ভেদে মেনু পাল্টে যায়। তবে উদযাপনের মেজাজ পাল্টায় না।
Sponsored Links by Taboola