Lifestyle:ইস্টারের আনন্দ!
যাঁরা বিশ্বাস করেন, তাঁদের কাছে 'ক্রিসমাসের' মতোই পবিত্র ও আনন্দের উৎসব 'ইস্টার'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিউ টেস্টামেন্ট অনুযায়ী, এই দিনেই ফের বেঁচে উঠেছিলেন যিশুক্রিস্ট।
ক্রিস্টানদের কাছে তাই এই পরব অত্যন্ত পবিত্র।কিন্তু এহেন উৎসবের সঙ্গে 'ইস্টার বানি' বা খরগোশের সম্পর্ক ঠিক কোথায়?
বছরভর শান্তশিষ্ট হয়ে থাকলে বাচ্চাদের জন্য ক্রিসমাসের সময় নানা উপহার আনেন সান্তা ক্লস।
ইস্টারের সময় একই দায়িত্বে থাকে 'ইস্টার বানিজ'।
খুদেদের জন্য তার কাছেও থাকে নানা উপহার। এই উদযাপনেরই বড় অংশ জুড়ে থাকে 'ইস্টার এগস'।
আসলে ক্রিস্টানদের কাছে নতুন জীবন ও উর্বরতার প্রতীক এই 'ইস্টার এগস'।
খাবার হিসেবে এই সময় সলিড 'চকোলেট এগস' -র ব্যবহার অত্যন্ত প্রচলিত। তা ছাড়া 'হট ক্রস বানস', কিশমিশ দেওয়া 'ইস্ট ডাফ বানস'-ও এই উৎসবের অন্যতম প্রচলিত খাবার। অল্প কথায় দেশ-কাল-স্থান ভেদে মেনু পাল্টে যায়। তবে উদযাপনের মেজাজ পাল্টায় না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -