Lifestyle:রাতে ভাল ঘুম? রইল সহজ টিপস

Nightly Routine For Better Sleep:ঘুম! ক্লান্তি কাটানো থেকে স্মৃতিশক্তি তরতাজা রাখা, শারীরিক ও মানসিক হরেক কাজকর্ম ঠিকঠাক করার জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি।

রাতে ভাল ঘুম? রইল সহজ টিপস

1/9
ঘুম! ক্লান্তি কাটানো থেকে স্মৃতিশক্তি তরতাজা রাখা, শারীরিক ও মানসিক হরেক কাজকর্ম ঠিকঠাক করার জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি।
2/9
কিন্তু বহু ক্ষেত্রেই ক্লান্ত থাকলেও অনেকেরই রাতে ঘুম আসতে চায় না। এক্ষেত্রে কী করবেন?
3/9
পর দিন সকালে উঠে কী কী কাজ করতে হবে, তা ঘুমোতে যাওয়ার আগে সাজিয়ে রাখুন। এতে অকারণ দুশ্চিন্তা ভিড় করবে না।
4/9
টুকিটাকি কাজ, যা ঘুমোনোর আগে করা সম্ভব, করে রাখতে পারেন। এতে সকালে ওঠার উদ্বেগ কিছুটা কমবে।
5/9
ঘুমনোর আগে পারলে কিছুক্ষণ অন্তত বই পড়ুন। মোবাইল বা ই-বুক নয়, বই পড়াটাই জরুরি।
6/9
বিশেষজ্ঞরা কেউ কেউ বলেন, রাতে ঘুমনোর আগে ব্লু-স্ক্রিন দেখলে ঘুম আসতে দেরি হতে পারে নানা কারণে। বই পড়ার অভ্যাস সে দিক থেকে অনেক বেশি কার্যকরী।
7/9
মেডিটেশন। রাতে ঘুমের সমস্যা থাকলে অবশ্যই মেডিটেশন করুন। ঘুমনোর আগে করলে কার্যকারিতা ভালো টের পাওয়া যায়।
8/9
শুতে যাওয়ার আগে গরম জলে স্নান করে দেখতে পারেন। এতে দারুণ ঘুম হয়।
9/9
খিদের জ্বালায় যাতে রাতে ঘুম না ভাঙে, সে জন্য ডিনারের পর হালকা কিছু স্ন্যাকস খেয়ে ঘুমোতে যান। মোটের উপর রাতে ঘুমনোর আগে কী করবেন ও করবেন না, তার রুটিন মেনে চলা দরকার। (ছবি:PIXABAY)
Sponsored Links by Taboola