Lifestyle:পোশাকে মেক আপের দাগ? তুলতে সহজ টিপস
Make Up Stains In Clothes:মেক আপ করতে ভালোবাসেন? কিন্তু তাতে বার বার জামাকাপড়ে মেক আপের দাগ পড়ে যায়?মেক আপে অভ্যস্ত অনেকেই পোশাক থেকে মেক আপের দাগ তুলতে সমস্যায় পড়েন। এসব ক্ষেত্রে কী করণীয়?
clothes,lifestyle,make up,Make Up Stains
1/8
মেক আপ করতে ভালোবাসেন? কিন্তু তাতে বার বার জামাকাপড়ে মেক আপের দাগ পড়ে যায়?
2/8
মেক আপে অভ্যস্ত অনেকেই পোশাক থেকে মেক আপের দাগ তুলতে সমস্যায় পড়েন। এসব ক্ষেত্রে কী করণীয়?
3/8
দাগ যেখানে পড়েছে, সেই জায়গাটি অ্যালকোহল দিয়ে ভালো করে ঘষতে পারেন।
4/8
বিশেষত লিপস্টিক বা আইলাইনারের দাগ পড়লে তা হেয়ারস্প্রে-তে দারুণ ভাবে উঠে যায়।
5/8
হেয়ার স্প্রে-র মধ্যে যে অ্যালকোহল থাকে, তাই এই দাগ তোলার ক্ষেত্রে অন্যতম কার্যকরী।
6/8
যদি ফেস পাউডারের গুঁড়ো আপনার পোশাকে পড়ে গিয়ে থাকে, তা হলে ব্লো ড্রায়ার ব্যবহার করে দেখুন। সহজেই তা চলে যাবে।
7/8
মেক আপের অন্যতম উপকরণ ফাউন্ডেশন। কিন্তু কোনও কারণে জামায় ফাউন্ডেশন পড়ে গেলে তার দাগ উঠতে চায় না।
8/8
এসব ক্ষেত্রে শেভিং ক্রিম ব্যবহার দুর্দান্ত কার্যকরী হতে পারে। দাগের উপর এই ক্রিম লাগিয়ে ১০-১৫ মিনিট ছেড়ে দিন। তার পর ঠান্ডা জলে ধুয়ে নিলেই দাগ চলে যাবে।
Published at : 14 Mar 2023 08:37 PM (IST)