Lifestyle:বইপড়ার অভ্যাস ফেরাতে চান?

Reading Habits:মোবাইল, কম্পিউটার বা গেমিং কনসোল! দিনভর স্ক্রিনের সামনে থাকতে গিয়ে বইপড়ার দফারফা?সেই অভ্যাস ফেরাতে হলে কী করবেন? কয়েকটি টিপস মেনে দেখতে পারেন।

বইপড়ার অভ্যাস ফেরাতে চান?

1/8
মোবাইল, কম্পিউটার বা গেমিং কনসোল! দিনভর স্ক্রিনের সামনে থাকতে গিয়ে বইপড়ার দফারফা?
2/8
সেই অভ্যাস ফেরাতে হলে কী করবেন? কয়েকটি টিপস মেনে দেখতে পারেন।
3/8
প্রথমেই একটি TBR তালিকা তৈরি করে ফেলতে পারেন। মানে , To Be Read বইয়ের তালিকা।
4/8
বহু সময়ে কাছের কোনও বন্ধুর সঙ্গে বইপড়ার আনন্দ ভাগ করে নিতে পারেন।
5/8
যে কোনও বই পড়া শুরু করলেই যে সব সময় তা উৎসাহ ধরে রাখতে পারবে, তা নয়।
6/8
একেবারে উৎসাহ না পেলে মাঝপথে কোনও বই ছেড়েও দিতে পারেন।
7/8
সব কিছুর মতোই বইপড়ার অভ্যাস ফেরাতে হলে সময় মানা জরুরি।
8/8
প্রত্যেক দিন অন্তত মিনিট পনেরো বই পড়ার জন্য দেওয়া দরকার। ধীরে ধীরে সময়টা বেড়ে যাবেই।
Sponsored Links by Taboola