Lifestyle Tips: ত্বকের যত্নে সঙ্গে থাকুক টমেটো!
How To Take Care Of Your Skin:ক্লিনজিং, টোনিং, ময়শ্চরাইজিং। আর প্রায় নিত্য়সঙ্গী সান স্ক্রিন লোশন। ত্বকের পরিচর্যায় সব নিয়ম মানছেন? তাও কিছু একটা অভাব যেন থেকেই যাচ্ছে?
রূপটানে টমেটোর গুণ!
1/8
ক্লিনজিং, টোনিং, ময়শ্চরাইজিং। আর প্রায় নিত্য়সঙ্গী সান স্ক্রিন লোশন। ত্বকের পরিচর্যায় সব নিয়ম মানছেন? তাও কিছু একটা অভাব যেন থেকেই যাচ্ছে?
2/8
তা হলে এই ঘরোয়া টোটকাটি ব্যবহার করে দেখবেন নাকি? রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি ত্বকের পরিচর্যাতেও কিন্তু টমেটোর জুরি মেলা ভার।
3/8
যদি তীব্র সূর্যালোকের কারণে চামড়া খসখসে মনে হয়, টান ধরে তা হলে টমেটো ব্যবহার করে দেখতে পারেন।
4/8
ত্বককে ঠাণ্ডা করে এটি। চামড়ার উপরিভাগের উষ্ণতা কমায় এবং কোনও লালচে ভাব থাকলে সেটিও কমাতে সাহায্য় করে।
5/8
টমেটো-স্ক্রাবের অনেক উপকারিতা। প্রাকৃতিক উপায়ে এটি ত্বকের এক্সফোলিয়েশন, ডি-ট্যানিং ইত্যাদিতে সাহায্য় করে।
6/8
এবার আসা যাক টমেটো পেস্টের কথায়। ত্বকে 'ওপেন পোরস' এবং ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে সেটি কমাতেও দারুণ উপকারী হতে পারে এই পেস্ট।
7/8
চামড়ার ঔজ্জ্বল্য ফেরাতেও দুরন্ত কাজে দেয় টমেটো। এতে ভিটামিন A, C এবং K রয়েছে যা কিনা 'অ্যাকনে' কমাতে কাজে দেয়।
8/8
ত্বকের তৈলাক্ত ভাব কমাতে চান? রান্নাঘরের এই চেনা উপাদানটি কিন্তু এই ব্যাপারেও দারুণ কার্যকরী।
Published at : 27 Aug 2022 01:17 PM (IST)