Lifestyle:গ্রীষ্মে ত্বকের যত্নে কেন দরকার অ্যালোভেরা?
চিকিৎসা ও ত্বকচর্চার কাজে অ্যালোভেরার ব্যবহার অতীত থেকেই চলে আসছে। কিন্তুগরমের সময় ত্বকের খেয়াল রাখতে এটির যে জুড়ি মেলা ভার, সেটি হয়তো আমাদের অনেকেরই জানা নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক্সফোলিয়েটর হিসেবে দুরন্ত কাজে দেয় অ্যালোভেরা।
কোলাজেন নিঃসরণ বাড়ানোর ক্ষমতাও রয়েছে অ্যালোভেরার মধ্যে। ফলে বার্ধক্যজনিক বলিরেখা ইত্যাদি এটি ব্যবহার করলে কম দৃশ্যমান হয়, মনে করেন অনেকে। আর গরমে তো আরও বেশি করে এগুলি ব্যবহার করা দরকার, পরামর্শ অনেকের।
এই উপাদানের মধ্যে থাকা Humectants দুরন্ত ময়শ্চারাইজার হিসেবে কাজ করে।
প্রয়োজন মতো ত্বকের যে কোনও অংশে এটি ব্য়বহার করতে পারেন। এতে ত্বকের elasticity বাড়ে।
অ্যালোইন নামে একটি প্রাকৃতিক কম্পাউন্ড রয়েছে অ্যালোভেরায়। এতে জেল্লা বাড়ে ত্বকের, কমে গাঢ় ভাব।
প্রদাহ বা এই জাতীয় কোনও সমস্যা হচ্ছে ত্বকে? তা হলে অ্যালোভেরা ব্যবহার করে দেখতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -