Lifestyle: বার্ধক্যে ভালো থাকা? রইল 'ভ্রমণ-নিদান'
সপ্তাহান্তের ছুটি হোক বা বড়সড় ভ্যাকেশন, বেড়াতে যাওয়া আবালবৃদ্ধবনিতা সকলের জন্যই অত্য়ন্ত জরুরি। তবে বয়স্কদের ক্ষেত্রে বেড়ানোর আলাদা তাৎপর্য রয়েছে।
বার্ধক্যে ভালো থাকা? রইল 'ভ্রমণ-নিদান'
1/8
সপ্তাহান্তের ছুটি হোক বা বড়সড় ভ্যাকেশন, বেড়াতে যাওয়া আবালবৃদ্ধবনিতা সকলের জন্যই অত্য়ন্ত জরুরি।
2/8
তবে বয়স্কদের ক্ষেত্রে বেড়ানোর আলাদা তাৎপর্য রয়েছে। তাঁদের ক্ষেত্রে বেড়াতে যাওয়া মানে শুধু ছুটির আমেজ নয়।
3/8
বয়স্কদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বেড়ানোর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
4/8
বহু ক্ষেত্রে এটি তাঁদের আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করে। বেড়ানোর পথে যে নানা বাধা আসে, তা টপকে যাওয়া এই আত্মবিশ্বাস জোগায়।
5/8
বয়স্কদের জীবনে অন্যতম সমস্যা স্ট্রেস। নানা কারণে তা তৈরি হতে পারে।
6/8
দূরে কোথাও ভ্রমণ সেই স্ট্রেস কমানোর ব্যাপারে থেরাপির কাজ করতে পারে।।
7/8
প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটানোর সুযোগও মেলে এই বেড়াতে গিয়ে যা কিনা বয়স্কদের একাকীত্বের অনুভূতির বদলে প্রশান্তির বোধ নিয়ে আসে।
8/8
বহু ক্ষেত্রেই এই ভ্রমণে গিয়ে অনেকের সঙ্গে আলাপ হয়। এতে বার্ধক্যের নিঃসঙ্গতা কমে। সব মিলিয়ে বয়স্কদের জন্য থেরাপির মতো গুরুত্বপূর্ণ হতে পারে ভ্রমণ। (ছবি:PIXABAY)
Published at : 23 Feb 2023 04:12 PM (IST)