Acidity : ভোগাচ্ছে অ্যাসিডিটি? উপকার দিতে পারে এই আসনগুলো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jul 2022 11:48 PM (IST)
1
ব্রজাসন- পা মুড়ে তাতে ভর দিয়ে বসা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
হজম ক্ষমতা বাড়িয়ে অ্যাসিডিটি কমাতে সাহায্য় করে ব্রজাসন।
3
হলাসন-পিঠের ভরে শুয়ে পা পিছনে এনে মাটিতে ঠেকানো।
4
অ্যাসিডিটি কমাতে ও মনকে শান্ত করতে অত্যন্ত উপকারী হলাসন।
5
পশ্চিমোত্তাসন- সোজা হয়ে বসে পা দুটি সামনে বাড়িয়ে মাথা ঝুঁকিয়ে তাতে ঠেকানো।
6
কিডনি ভাল রাখতে, হজম ক্ষমতা বাড়াতে একান্ত উপকারী পশ্চিমোত্তাসন। উপকার অ্যাসি়ডিটি এড়াতেও।
7
পবনমুক্তাসন- পিঠের ভরে শুয়ে হাঁটু মুড়ে বুকের কাছে আনা।
8
পাচনক্রিয়া ত্বরাণ্বিত করে অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে পবনমুক্তাসন।
9
উস্ট্রাসন- হাঁটুর ভরে বসে ঘাড় পিছনের দিকে এগিয়ে সোজা উপরের দিকে তাকানো।
10
হজমে সাহায্য করে। অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। হাঁটুও ভাল রাখে।
NEXT
PREV
লাইফস্টাইল (lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -