Lifestyle: কাছের মানুষের সঙ্গে ভুলেও এমন নয়!

Unhealthy Habits That Can Ruin Relationships:যে কোনও সম্পর্ক মানে তাতে ওঠাপড়া, চড়াই-উতরাই থাকবেই। কিন্তু কিছু অভ্যাস তাতে দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনতে পারে।

কাছের মানুষের সঙ্গে ভুলেও এমন নয়!

1/8
যে কোনও সম্পর্ক মানে তাতে ওঠাপড়া, চড়াই-উতরাই থাকবেই। কিন্তু কিছু অভ্যাস তাতে দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনতে পারে।
2/8
এই অভ্যাসগুলি থাকলে আগে থেকে সচেতন হওয়া ভাল। না হলে হিতে বিপরীতের আশঙ্কা থেকে যায়।
3/8
বহু সময়ই কাছের মানুষের কিছু আচার-আচরণ হয়তো পছন্দের হয় না। কিন্তু বার বার তাঁকে সে কথা বললে, জোর করে সেই অভ্যাস বদলের চেষ্টা করলে তাঁর মধ্যে অসন্তোষ দানা বাঁধতে পারে।
4/8
কাজ অবশ্যই জরুরি। কিন্তু কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুস্থ রাখতেও পরিশ্রম করতে হবে। সব সময় কাজকে গুরুত্ব দিলে আপনার সঙ্গীর কাছে ভুল বার্তা যেতে পারে।
5/8
যতই অশান্তি বা কথা কাটাকাটি হোক, কথা বন্ধ না করাই শ্রেয়। এতে ভুল বোঝাবুঝি মেটার সম্ভাবনা কমে যায়।
6/8
যে কোনও সম্পর্কে প্রত্যাশা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক প্রত্যাশা না রাখাই ভালো। এতে প্রত্যাশার সঙ্গে বাস্তবের সংঘাতের আশঙ্কা থেকে যায়।
7/8
বার বার সংঘাত আপনার ভীষণ কাছের সম্পর্ককে তিক্ত করে তুলতে পারে, প্রিয়জনকে দূরে নিয়ে যেতে পারে।
8/8
তবে অশান্তি যত চরমেই পৌঁছে যাক, কখনও অন্য কোনও যুগলের সঙ্গে নিজেদের তুলনা নয়। কারণ প্রত্যেক যুগল আলাদা। তাদের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, সমস্যাও আলাদা। তাই সমাধানের পথও আলাদা। (ছবি:PIXABAY)
Sponsored Links by Taboola