Lifestyle: কাছের মানুষের সঙ্গে ভুলেও এমন নয়!
যে কোনও সম্পর্ক মানে তাতে ওঠাপড়া, চড়াই-উতরাই থাকবেই। কিন্তু কিছু অভ্যাস তাতে দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই অভ্যাসগুলি থাকলে আগে থেকে সচেতন হওয়া ভাল। না হলে হিতে বিপরীতের আশঙ্কা থেকে যায়।
বহু সময়ই কাছের মানুষের কিছু আচার-আচরণ হয়তো পছন্দের হয় না। কিন্তু বার বার তাঁকে সে কথা বললে, জোর করে সেই অভ্যাস বদলের চেষ্টা করলে তাঁর মধ্যে অসন্তোষ দানা বাঁধতে পারে।
কাজ অবশ্যই জরুরি। কিন্তু কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুস্থ রাখতেও পরিশ্রম করতে হবে। সব সময় কাজকে গুরুত্ব দিলে আপনার সঙ্গীর কাছে ভুল বার্তা যেতে পারে।
যতই অশান্তি বা কথা কাটাকাটি হোক, কথা বন্ধ না করাই শ্রেয়। এতে ভুল বোঝাবুঝি মেটার সম্ভাবনা কমে যায়।
যে কোনও সম্পর্কে প্রত্যাশা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক প্রত্যাশা না রাখাই ভালো। এতে প্রত্যাশার সঙ্গে বাস্তবের সংঘাতের আশঙ্কা থেকে যায়।
বার বার সংঘাত আপনার ভীষণ কাছের সম্পর্ককে তিক্ত করে তুলতে পারে, প্রিয়জনকে দূরে নিয়ে যেতে পারে।
তবে অশান্তি যত চরমেই পৌঁছে যাক, কখনও অন্য কোনও যুগলের সঙ্গে নিজেদের তুলনা নয়। কারণ প্রত্যেক যুগল আলাদা। তাদের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, সমস্যাও আলাদা। তাই সমাধানের পথও আলাদা। (ছবি:PIXABAY)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -