Mango for Skin: আম দিয়ে ত্বকের যত্ন! রূপচর্চায় কীভাবে কাজে লাগাবেন এই ফল? জেনে নিন

Mango: ত্বকের যত্নে নানা ভাবে কাজে লাগে ফলের রাজা আম। কীভাবে রূপচর্চায় আম ব্যবহার করবেন, জেনে নিন।

প্রতীকী ছবি

1/10
ফলের রাজা আম। আর রসালো এই ফল খেতে ভালবাসেন না এমন লোকের সংখ্যা নেহাতই হাতেগোনা। তবে এই আম দিয়ে যে ত্বকের যত্নও করা যায় তা কী জানেন?
2/10
আমের পাল্প অর্থাৎ শাঁস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায় ফেসপ্যাক এবং স্ক্রাব। এর সাহায্যেই ত্বকের যত্ন নিতে পারবেন আপনি।
3/10
এবার দেখে নিন আমের শাঁস বা পাল্প দিয়ে কীভাবে ফেসপ্যাক এবং স্ক্রাব তৈরি করবেন। একদম ঘরোয়া পদ্ধতিতেই রূপচর্চার এইসব উপকরণ তৈরি করা সম্ভব।
4/10
প্রসঙ্গত উল্লেখ্য, আমের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টও ভরপুর রয়েছে আমের মধ্যে, যা ত্বকের পাশাপাশি আপনার পুরো স্বাস্থ্যের জন্যই উপকারী।
5/10
শুধু ফেসপ্যাক বা ফেস স্ক্রাব নয় আমের শাঁস দিয়ে ফেস মাস্কও তৈরি করা সম্ভব। কীভাবে তৈরি করবেন জেনে নিন।
6/10
আমের পাল্পের সঙ্গে মিশিয়ে নিন এক চামচ পাতিলেবুর রস। এই মিশ্রণ স্নানের আগে মুখে মেখে নিন। ২০ মিনিট রেখে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। তফাৎ নিজেই বুঝতে পারবেন।
7/10
দুধ এবং মধু ত্বকের জন্য খুব ভালভাবে স্ক্রাব হিসেবে কাজ করে। এর সঙ্গে যদি একটু পাকা আমের শাঁস মিশিয়ে স্ক্রাব তৈরি করে নেওয়া যায়, তাহলে এই স্ক্রাব ত্বকের পরিচর্যায় দারুণ ভাবে কাজ করবে।
8/10
পাকা আমের শাঁসের সঙ্গে ওটস, কাঁচা দুধ এবং বাদাম মিশিয়েও তৈরি করা সম্ভব একটি ফেস স্ক্রাব। স্কিনের ডেড সেল তুলে ফেলতে এই স্ক্রাবও সাহায্য করবে খুবই।
9/10
একটা কাচের বাটিতে ২ চামচ ম্যাঙ্গো পাল্প, সামান্য কাঁচা দুধ এবং বাদামের গুঁড়ো (মিহি) মিশিয়ে তৈরি করে নিতে পারেন এই ফেস স্ক্রাব।
10/10
খেয়াল রাখবেন ত্বকের যত্নের জন্য কাঁচা আম নয়, বরং পাকা আমের পাল্প বা শাঁস ব্যবহার করতে হবে।
Sponsored Links by Taboola