Lifestyle: ভেষজে ভালো থাকুক চুলের স্বাস্থ্য!

Best Herbs For Hair Care:ঘন ও লম্বা চুল, আজকের অত্যন্ত ব্যস্ত জীবনে অনেকের কাছেই যেন সোনার পাথরবাটি। এক্ষেত্রে দারুণ কার্যকরী হতে পারে কিছু ভেষজ পদার্থ, বলছেন বিশেষজ্ঞরা।

ভেষজে ভালো থাকুক চুলের স্বাস্থ্য!

1/8
ঘন ও লম্বা চুল, আজকের অত্যন্ত ব্যস্ত জীবনে অনেকের কাছেই যেন সোনার পাথরবাটি।
2/8
চুলের যত্নে নানা শ্যাম্পু, সাবান, কন্ডিশনার ও সিরাম প্রতিশ্রুতি দেয় বটে। কিন্তু আখেরে তাতে কতটুকু উপকার হয়, তা নিয়ে সন্দেহ অনেকেরই।
3/8
এক্ষেত্রে দারুণ কার্যকরী হতে পারে কিছু ভেষজ পদার্থ, বলছেন বিশেষজ্ঞরা। যেমন, নারকেল। চুলের পুষ্টি জোগাতে নারকেলের জুড়ি মেলা ভার।
4/8
নিয়মিত কারিপাতা ব্যবহারে চুল পড়া অনেকটাই কমে, মনে করেন বিশেষজ্ঞরা।
5/8
তা ছাড়া পাকাচুলের সমস্যাও বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসে। নতুন চুল তৈরিতেও সাহায্য করে এটি।
6/8
সজনে ডাঁটা খেতে ভালোবাসেন? কিন্তু সজনে পাতা যে ম্য়াগনেশিয়াম, আয়রন, ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ সেটা হয়তো অনেকেরই অজানা।
7/8
নারকেলের মতো সজনে পাতাও দারুণ কাজে লাগতে পারে চুলের স্বাস্থ্য ধরে রাখতে।
8/8
এছাড়া আমলা তো রয়েছেই। খুসকির সমস্যা থেকে চুল পড়া কমানো, হেয়ার ফলিকল শক্তিশালী করা, রক্ত চলাচল বাড়ানোর কাজ করে আমলা। (ছবি:PIXABAY)
Sponsored Links by Taboola