Lifestyle: বাচ্চা নিয়ে বেড়াতে যাচ্ছেন? সঙ্গে নিন এই খাবার

Travel Snacks For Kids:সংসারের কাজ, পেশাগত জীবনের দায়-দায়িত্ব সামলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু সঙ্গে ছোট বাচ্চা থাকায় চিন্তা, তার খাওয়াদাওয়া নিয়ে কী করবেন। কম-বেশি চেনা সমস্যা।

বেড়াতে যাওয়ার সময় বাচ্চার জন্য কী স্ন্যাক নিয়ে যেতে পারেন?

1/8
সংসারের কাজ, পেশাগত জীবনের দায়-দায়িত্ব সামলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু সঙ্গে ছোট বাচ্চা থাকায় চিন্তা, তার খাওয়াদাওয়া নিয়ে কী করবেন। কম-বেশি চেনা সমস্যা।
2/8
যদিও কয়েকটি কৌশল জানা থাকলে এই সমস্যার সহজ সমাধান পাওয়া সম্ভব। বাচ্চাদের জন্য মুখরোচক অথচ পুষ্টিকর খাবার তৈরি করা সম্ভব হবে।
3/8
কী থাকতে পারে এমন খাবারের তালিকায়? প্রথমেই পোহা। আয়রন ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ পোহা সহজে হজম হয়।
4/8
পছন্দ অনুযায়ী, পোহার স্বাদও বদলানো যেতে পারে। ফলে উপাদেয় এই খাবার শিশুদের প্রিয় 'ট্র্যাভেল স্ন্যাক' হতে পারে।
5/8
অপেক্ষাকৃত কম পরিচিত খাবার, হামুস। শিশুদের নিয়ে বেড়াতে যাওয়ার সময় এটিও কাজে দিতে পারে।
6/8
ছোলার সঙ্গে রসুন, পিনাট বাটার, জল, লেবুর রস এবং নুন দিয়ে তৈরি হয় হামুস। সঙ্গে লাগে অলিভ অয়েল।
7/8
এছাড়া আরও কিছু খাবার এই তালিকায় থাকতে পারে। যেমন ধোকলা বা পরোটা।
8/8
ধোকলা হজমে সাহায্য করে। অন্য দিকে কপির পরোটা, মুলোর পরোটা বা আলুর পরোটা দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে।
Sponsored Links by Taboola