Lifestyle:আশ্রয়হীন প্রাণীদের পাশে দাঁড়াতে চান? পথ চলা শুরু হোক Internationals Homeless Animals Day-তে
বাড়ির পোষ্যটির সামান্য শরীর খারাপ হলে চিন্তায় রাতে ঘুম আসে না। কিন্তু আপনার পোষ্যর মতোই বহু প্রাণী রাস্তায় আশ্রয়হীন হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার বেলা?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামীকাল, ১৯ অগাস্ট, এমন সব গৃহহীন প্রাণীদের কথা ভেবেই 'ইন্টারন্যাশনাল হোমলেস অ্যানিমালস ডে' উদযাপন করা হবে।
অনাদরে, অবহেলায়, কখনও আবার অকারণ নির্যাতনের শিকার হয়ে ঘুরে বেড়ায় এরা। এদের জন্য কিছু করার ভাবনা থেকে প্রত্য়েক বছর অগাস্টের তৃতীয় শনিবার এই দিনটি পালন করা হয়ে থাকে।
কী ভাবে একটু আদর-যত্ন করা যেতে পারে এদের? খুব বেশি কিছু নয়, এদের নিয়মিত খাবারের ব্যবস্থা করে দেখতে পারেন। আপনার আশপাশে যদি এমন কেউ থেকে থাকে যাঁরা এদের খাওয়াদাওয়ার দায়িত্ব আগে থেকেই নিয়েছেন, তা হলে তার সঙ্গেও যোগ দিতে পারেন।
আশ্রয়হীন প্রাণীদের 'অ্যাডপশন'-এর কথা কখনও ভেবে দেখেছেন? আপনি চাইলে হয়তো তাকেও স্নেহ, যত্নের পরশ দিতে পারেন।
পথেঘাটে যে সব প্রাণীরা ঘুরে বেড়ায়, তাদের নিয়ে সমাজমাধ্যমে প্রচার শুরু করা যেতে পারে। এতে আর পাঁচজনও এই কাজে আপনার পাশে দাঁড়াবেন।
'রেসকিউ সেন্টার', যেখানে এই ধরনের প্রাণীদের উদ্ধার করে এনে রাখা হয়, তাদের সঙ্গেও নিরন্তর কাজ করতে পারেন।
সব সময় প্রত্যক্ষ ভাবে জড়িত না থেকেও এই ধরনের সেন্টারগুলির পাশে দাঁড়ানো যায়। বহু ক্ষেত্রে এই ধরনের সংগঠনগুলি অনুদানের উপর ভিত্তি করে চলে। আপনি তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আখেরে হয়তো সেই হাত কোনও আশ্রয়হীন প্রাণীর খাবার জুগিয়ে দেবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -