Detergent to Wash Dishes: কাপড় কাচার ডিটারজেন্ট দিয়ে বাসন মাজছেন? অভ্যাস পাল্টান এখনই
থালা-বাসন মাজার জন্য বাজারে হরেক রকমের ডিশ ওয়াশিং লিকুইড রয়েছে। কিন্তু আজও কাপড় কাচার ডিটারজেন্ট পাউডার দিয়ে বাসন মাজেন অনেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু বাসন মাজতে কখনও কাপড় কাচার ডিটারজেন্ট পাউডার ব্যবহার উচিত নয় বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, কাপড় কাচার ডিটারজেন্ট পাওডারে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে, যা কোনও ভাবেই পেটে যাওয়া উচিত নয়।
কাপড় কাচার ডিটারজেন্ট পাউডার ব্যবহারের পর হাত থেকেও সুন্দর গন্ধ বেরোয়। সুগন্ধ বেরোয় থালা-বাসন থেকেও। কিন্তু ওই বেশি তাপমাত্রার সংস্পর্শে এলে রাসায়নিক বিক্রিয়া ঘটে, যা শরীরে যাওয়া কাম্য নয়।
আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি জানিয়েছে, কাপড় উজ্জ্বল রাখতে, সুগন্ধ যুক্ত করতে এবং দাগ তোলার জন্য ব্লিচ-সহ বেশ কিছু রাসায়নিক এবং সিন্থেটিক উপাদান থাকে ডিটারজেন্ট পাউডারে।
মাঝে মধ্যে যদিও বা ব্যবহার করেন, নিয়মিত বাসন মাজতে ডিটারজেন্ট ব্যবহার করা উচিত নয়। বাসনে লেগে থাকা রাসায়নিক পেটে গেলে অসুস্থ হতে পারেন।
যদি কখনও ডিটারজেন্ট ব্যবহার করতেও হয়, সেক্ষেত্রে একাধিক বার জল দিয়ে, গরম জল দিয়ে ধুয়ে নিন বাসন। ডিটারজেন্টে যে ফেনা হয়, তা ধুতে সময়ও লাগে বেশি।
সংবেদনশীল ত্বক হলে অবশ্যই গ্লাভস পরুন ডিটারজেন্ট ব্যবহারের ক্ষেত্রে। নইলে ত্বক রুক্ষ এবং লাল হয়ে যাবে। চুলকাবে দীর্ঘ সময় ধরে, তা থেকে আবার অন্য রোগও বাসা বাঁধতে পারে।
ডিশওয়াশার ব্যবহার করেন যদি, ডিটারজেন্ট ব্যবহার করলে ফেনায় ভরে যাবে। সেই ফেনা পরিষ্কার করতে কেটে যাবে গোটা দিন।
তাই ডিটারজেন্ট ব্যবহার না করে, বেকিং সোডা এবং জল গুলে নিন। তেল চটচটে বাসনও পরিষ্কার হয়ে যাবে। পড়ে থাকবে না ক্ষতিকর উপাদান।
সাদা ভিনিগার এবং জল সমান ভাবে মেশান। এতে বাসনও পরিষ্কার হবে, জীবাণুও থাকবে না। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -