Rain Water: বর্ষায় মন উতলা হয় বইকি, কিন্তু বৃষ্টির জল মুখে দেওয়া কি নিরাপদ?

Health Tips: বৃষ্টির জল নিয়ে এই প্রশ্ন আজকের নয়। কী বলছেন বিশেষজ্ঞরা? ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
জলই জীবন। তাই বলে সব জল পান করা যায় না। কেউ জল ফুটিয়ে পান করেন, কেউ আবার মিনারেল ওয়াটারে ভরসা করেন।
2/10
কিন্তু বৃষ্টির জল পান করা যায় কি? আকাশ থেকে ঝরে পড়ছে যে বৃষ্টির জল, তা কি নিরাপদ?
3/10
বৃষ্টিতে ভেজা পছন্দ হলেও, বৃষ্টির জল পান করার কথা মনে হয় না। কিন্তু বৃষ্টিতে ভিজতে গেলে অনেক সময় মুখে চলে যায়, যা নিরাপদ নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
4/10
বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির জল মোটেই বিশুদ্ধ নয়। বায়ুদূষণ সৃষ্টিকারী উপাদান, ধুলো, ক্ষতিকর কণা মিশে থাকে এর সঙ্গে। পাহাড়ি এলাকায় যাও বা রক্ষে, দূষণে মোড়া শহরে বৃষ্টির জল মুখে না দেওয়াই ভাল।
5/10
বৃষ্টির জল ধরে রাখা, সংরক্ষণের কথা শুনি আমরা। কিন্তু বৃষ্টির জল ধরা আর সেই জল পান করার মধ্যে আকাশপাতাল ফারাক। কারণ ধরে রাখা বৃষ্টির জল চাষবাসের কাজে, ঘর পরিষ্কারের কাজে ব্যবহার করা যায়।
6/10
বৃষ্টির জল ধরার পর যদি তা ফিল্টার করেন এবং ফুটিয়ে নেন, তা পান করার যোগ্য। বিশুদ্ধ বৃষ্টির জল ত্বক ও চুলের জন্য ভাল।
7/10
কিন্তু বৃষ্টির জল ধরা, তার পর ফিল্টার করে ফোটানো, তা মজুত করে রাখার হ্যাপা অনেক। তাই নেহাত হুজুগে একবার পরীক্ষা করে দেখলে, নিয়মিত এভাবে চলে না।
8/10
শুদ্ধ না করে বৃষ্টির জল মুখে দিঅ্যাসিড বৃষ্টির কথা শুনেছেন নিশ্চয়ই! বৃষ্টির জল এমনিতেই অম্ল হয়, কারণ এতে কার্বনিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড রয়েছে। শরীরে গেলে সমস্যা দেখা দেয়। লে, তা থেকে শরীরে বিষক্রিয়া হতে পারে, ছড়াতে পারে সংক্রমণ। এমনকি স্বাদ নষ্ট হতে পারে মুখের।
9/10
অ্যাসিড বৃষ্টির কথা শুনেছেন নিশ্চয়ই! বৃষ্টির জল এমনিতেই অম্ল হয়, কারণ এতে কার্বনিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড রয়েছে। শরীরে গেলে সমস্যা দেখা দেয়।
10/10
পাশাপাশি বৃষ্টির জল শরীরে ক্যালসিয়াম গ্রহণের ক্ষমতা কমিয়ে দেয়। এতে হাড় দুর্বল হয়ে যায়। তাই বৃষ্টির জল পান না করাই ভাল। তবে চাষের কাজে, বাড়ি পরিষ্কার বৃষ্টির জল ব্যবহার করতে পারেন। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola