Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Jagaddhatri Pujo 2021 : আজ জগদ্ধাত্রীপুজোর ষষ্ঠী, জানুন দেবী মহিমা, কীভাবে বাংলায় শুরু হল এই পুজো
আজ জগদ্ধাত্রীপুজোর ষষ্ঠী । কে এই দেবী জগদ্ধাত্রী ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বাস, যুদ্ধের সময় মহিষাসুর নানা রূপ ধরে বিভ্রান্ত করার চেষ্টা করছিল দেবী দুর্গাকে। এক সময় মহিষাসুর হাতির রূপ ধরে।
দেবী তখন করলেন চতুর্ভুজা অপরূপা মূর্তি ধারণ করেন। চক্র দিয়ে ছিন্ন করেন হাতির শুঁড়। দেবীর ওই রূপই জগদ্ধাত্রী ।
কেউ কেউ বলেন মহিষাসুর নিধনের পর দেবমহলে অহমিকা দূর করতেই আবির্ভাব জগদ্ধাত্রীর।
দেবতাদের আস্ফালন দেখে দেবী একটা ঘাসের টুকরো ছুড়ে দেন দেবতাদের দিকে। ইন্দ্র বজ্র নিয়ে এসেও সেই টুকরোকে নষ্ট করতে পারেননি। বায়ু পারেননি ওড়াতে। অগ্নি পারেননি পোড়াতে। বরুণদেবও ভাসিয়ে দিতে পারলেন না। দেবতাদের এই অবস্থা দেখে শেষে তাঁদের সামনে আসেন দেবী জগদ্ধাত্রী।
পশ্চিমবঙ্গে মহারাজ কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজো প্রচলন প্রসঙ্গে একাধিক জনশ্রুতি রয়েছে। বলা হয়, বঙ্গে জগদ্ধাত্রী পুজোর প্রচলন রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে।
রাজস্ব বাকি পড়ায় রাজাকে সেই সময়কার বাংলার নবাব আলিবর্দি খাঁ মুর্শিদাবাদে তলব করেন । বন্দি করেন। শেষপর্যন্ত আলিবর্দির কারাগার থেকে মুক্তি পেয়ে কৃষ্ণচন্দ্র নৌকা করে নদিয়ায় ফিরছিলেন।
নৌকায় বসে ঢাকের বাজনা শুনে জানতে পারলেন সে দিন বিজয়া দশমী। সে বছর দুর্গাপুজো করতে না পারার দুঃখে মহারাজ কাতর হয়ে পড়েন।
তখন দেবী তাঁকে স্বপ্নাদেশ দেন। দুর্গাপুজোর একমাস পর কার্তিকের শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো করেন কৃষ্ণচন্দ্র।
মা জগদ্ধাত্রীও দেবী দুর্গার মতো নিয়মেই পূজিতা। হয় ১০৮ পদ্ম দিয়ে সন্ধি পুজোও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -