Chennai Rain Update: প্রবল বর্ষণে বিপর্যস্ত চেন্নাই! জারি রেড অ্যালার্ট, ৯ জেলায় বন্ধ স্কুল-কলেজ
নিম্নচাপের জেরে কার্যত ভাসছে চেন্নাই-সহ একাধিক জেলা। শনিবার থেকেই নিম্নচাপের কারণে অতিভারী বৃষ্টিপাত চলছে তামিলনাড়ুর চেন্নাই-সহ ওই জেলাগুলিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকই অবস্থা পুদুচেরীতেও। প্রবল বর্ষণে জলে ভেসে গিয়ে ও বাড়ি ভেঙে তামিলনাড়ুতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৫ জনের।
ভেঙে পড়েছে ৫০০টিরও বেশি বাড়ি। বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ১৬.৮৪ মিলিমিটার গড় বৃষ্টিপাত হয়েছে তামিলনাড়ুতে। চেন্নাইতে ২৪ ঘণ্টায় হয়েছে মোট ৩.২ সেমি বৃষ্টিপাত।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের শক্তি বাড়ছে, চেন্নাইতে ফলে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা এখনই কমছে না।
আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, আজ ১০ ও আগামী ১১ নভেম্বরে প্রবল বর্ষণের পূর্বাভাস হতে পারে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের একাংশে।
এদিন তামিলনাড়ুর বর্ষণজনিত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ ও উদ্ধারের কাজে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে। প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন, আমি সকলের সুস্থতা ও নিরাপত্তার প্রার্থনা করছি।
মঙ্গলবারই তাই তামিলনাড়ুর চেন্নাই, চেঙ্গলপাট্টু, ভিলপ্পুরম, কাঞ্চিপুরম-সহ ছয় জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে নীলগিরি, সালেম, কল্লাকুরিচি-সহ নটি জেলায়।
২০১৫ সালের স্মৃতি উসকে রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। আজকেও চেন্নাই-সহ তামিলনাড়ুর বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
সেকারণে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম ও চেঙ্গলপাট্টুতে সব স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। রাজ্যের ১৫ টি জেলায় স্কুলে ও ১০ টি জেলায় কলেজে ছুটি ঘোষণা করেছে।
মৌসম ভবনের পূর্বাভাস, চেন্নাই ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে সপ্তাহান্তে প্রবল বর্ষণ হতে পারে। অন্যদিকে, তামিলনাড়ুর অধিকাংশ জেলা ও দক্ষিণ উপদ্বীপের বেশ কয়েকটি অংশে পুরো সপ্তাহজুড়েই বৃষ্টি হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -