Jamun Benefits: প্রেগনেন্সির সময়ে অমৃতের মত কাজ দেয় এই ফল, কী কী উপকার ?

গর্ভাবস্থায় মা এবং শিশু উভয়েরই যত্ন নেওয়া খুবই দরকার। এই সময়ে একটি বিশেষ ফল শরীরের যত্ন নিতে অনেক উপকার দেয়। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এর মধ্যে অন্যতম হল জাম। গর্ভকালীন সময়ে জাম নিয়মিত খেলে মা এবং শিশু উভয়েরই স্বাস্থ্য ভাল থাকে। ছবি- ফ্রিপিক

গর্ভাবস্থায় একজন মায়ের মনে নানা রকম অভিজ্ঞতার ঝড় বয়ে চলে। এমনকী বেশ কিছু স্বাভাবিক চাহিদাও জন্ম নেয়। ছবি- ফ্রিপিক
বিশেষজ্ঞরা বলছেন এই গর্ভাবস্থায় মায়ের শরীর-স্বাস্থ্যের যত্ন নিতে সবার আগে নজর দিতে হবে তাঁর ডায়েটে। ছবি- ফ্রিপিক
এমন ডায়েট নিতে হবে যে সমস্ত খাবারের মধ্য দিয়ে মায়ের শরীরে উপযুক্ত পুষ্টি উপাদান প্রবেশ করে। ছবি- ফ্রিপিক
এই সময় জাম এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডায়েটে। জামকে বলা হয় পুষ্টিগুণের গুদামঘর। এই একটি ফলই স্বাস্থ্য ভাল রাখতে যথেষ্ট। ছবি- ফ্রিপিক
মায়ের শরীরের ভিতরে যে শিশু বড় হয়ে উঠছে তাঁকে যথাযথ পুষ্টি দিতে সাহায্য করে এই জাম। ছবি- ফ্রিপিক
এই জামের মধ্যে থাকে নানা রকমের অ্যান্টি অক্সিড্যান্ট, ক্যালশিয়াম, ফসফরাস এবং আরও নানা রকমের ফ্ল্যাভোনয়েডস যা কিনা হাড় মজবুত করে। ছবি- ফ্রিপিক
জামে থাকে ভরপুর ফাইবার, ফলিক অ্যাসিড, রাইবোফ্ল্যাভিন, প্রোটিন এবং সোডিয়াম। প্রেগনেন্সির সময় মহিলাদের এই উপাদানগুলি খুবই দরকার হয়। ছবি- ফ্রিপিক
গর্ভাবস্থায় কোনও মহিলা যদি এক বাটি বা অর্ধেক বাটি জাম নিয়মিত খান, তাহলে তাঁর শরীরে ক্যালশিয়ামের ঘাটতি হবে না। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -