Jamun Benefits: প্রেগনেন্সির সময়ে অমৃতের মত কাজ দেয় এই ফল, কী কী উপকার ?
গর্ভাবস্থায় মা এবং শিশু উভয়েরই যত্ন নেওয়া খুবই দরকার। এই সময়ে একটি বিশেষ ফল শরীরের যত্ন নিতে অনেক উপকার দেয়। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর মধ্যে অন্যতম হল জাম। গর্ভকালীন সময়ে জাম নিয়মিত খেলে মা এবং শিশু উভয়েরই স্বাস্থ্য ভাল থাকে। ছবি- ফ্রিপিক
গর্ভাবস্থায় একজন মায়ের মনে নানা রকম অভিজ্ঞতার ঝড় বয়ে চলে। এমনকী বেশ কিছু স্বাভাবিক চাহিদাও জন্ম নেয়। ছবি- ফ্রিপিক
বিশেষজ্ঞরা বলছেন এই গর্ভাবস্থায় মায়ের শরীর-স্বাস্থ্যের যত্ন নিতে সবার আগে নজর দিতে হবে তাঁর ডায়েটে। ছবি- ফ্রিপিক
এমন ডায়েট নিতে হবে যে সমস্ত খাবারের মধ্য দিয়ে মায়ের শরীরে উপযুক্ত পুষ্টি উপাদান প্রবেশ করে। ছবি- ফ্রিপিক
এই সময় জাম এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডায়েটে। জামকে বলা হয় পুষ্টিগুণের গুদামঘর। এই একটি ফলই স্বাস্থ্য ভাল রাখতে যথেষ্ট। ছবি- ফ্রিপিক
মায়ের শরীরের ভিতরে যে শিশু বড় হয়ে উঠছে তাঁকে যথাযথ পুষ্টি দিতে সাহায্য করে এই জাম। ছবি- ফ্রিপিক
এই জামের মধ্যে থাকে নানা রকমের অ্যান্টি অক্সিড্যান্ট, ক্যালশিয়াম, ফসফরাস এবং আরও নানা রকমের ফ্ল্যাভোনয়েডস যা কিনা হাড় মজবুত করে। ছবি- ফ্রিপিক
জামে থাকে ভরপুর ফাইবার, ফলিক অ্যাসিড, রাইবোফ্ল্যাভিন, প্রোটিন এবং সোডিয়াম। প্রেগনেন্সির সময় মহিলাদের এই উপাদানগুলি খুবই দরকার হয়। ছবি- ফ্রিপিক
গর্ভাবস্থায় কোনও মহিলা যদি এক বাটি বা অর্ধেক বাটি জাম নিয়মিত খান, তাহলে তাঁর শরীরে ক্যালশিয়ামের ঘাটতি হবে না। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -