Ashwin Amavasya 2024: কবে পড়ছে আশ্বিন অমাবস্যা, তিথি ও মাহাত্ম্য
আশ্বিন অমাবস্যাকে মহালয়া অমাবস্যা ছাড়াও সর্ব পিত্র অমাবস্যা ও পিত্র বিসর্জনী বলা হয়ে থাকে। সনাতন ধর্মে মনে করা হয় শ্রাদ্ধপক্ষ শেষ হয় এই অমাবস্যা তিথিতে। (ছবি সৌজন্য-পিক্সাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআশ্বিন অমাবস্যা তিথি শেষ হওয়ার পরেই শুরু হয় শারদীয়া নবরাত্রি। যার জন্য এর গুরুত্ব অপরিসীম বলে মনে করা হয়। এই তিথি শেষ হওয়ার পর সমাপ্ত হয় পিতৃপক্ষ ও শুরু হয় মাতৃপক্ষ।(ছবি সৌজন্য-পিক্সাবে)
এই বছর আশ্বিন অমাবস্যা তিথি শুরু হচ্ছে পয়লা অক্টোবর রাত ৯টা ৪২ মিনিট ১৩ সেকেন্ড। শেষ হচ্ছে ৩ অক্টোবর রাত ১২টা ২১ মিনিট ৩১ সেকেন্ডে।(ছবি সৌজন্য-পিটিআই)
আশ্বিন অমাবস্যা সঠিক নিয়ম মেনে পালন করলে ইশ্বরের অনুগ্রহ পাওয়া যায়। সৌভাগ্য ও সুখশান্তি বজায় থাকে জীবনে।(ছবি সৌজন্য-পিটিআই)
ধর্মীয় বিশ্বাস, এই অমাবস্যা নিয়ম মেনে যিনি পালন করেন তাঁর পরিবারের সদস্যরা যে কোনও রকমের ক্ষতি এবং অসুবিধা থেকে রক্ষা পান।(ছবি সৌজন্য-পিক্সাবে)
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এই অমাবস্যা তিথিতে পূর্বপুরুষ মর্ত্যলোকে নেমে আসেন। তাঁদের উত্তরপুরুষরা ঠিকঠাক ভাবে তর্পণ ও শ্রাদ্ধকর্ম করছেন কিনা লক্ষ্য করেন।(ছবি সৌজন্য-পিক্সাবে)
পূর্বপুরুষদের খুশি ও তুষ্ট করার জন্য ভোরবেলা গঙ্গাস্নান করে তর্পণ করা উচিত। তাঁদের উদ্দেশ্যে খাবার ও জল নিবেদন করে প্রার্থনা করা উচিত।(ছবি সৌজন্য-পিটিআই)
আশ্বিন অমাবস্যা ঠিকঠাক পালন করতে পারলে পিতৃদোষ দূর হয় পূর্বপুরুষদের আর্শীবাদ পাওয়া যায়।(ছবি সৌজন্য-পিটিআই)
বিশ্বাস করা হয় এই অমাবস্যা ঠিকঠাক ভাবে পালন করলে পূর্বপুরুষরা প্রেত যোনি থেকে মুক্তি পান। তাই উত্তর পুরুষদের আশীর্বাদ করেন। যা সুখে জীবন কাটানোর জন্য অত্যন্ত দরকারী।(ছবি সৌজন্য-পিটিআই)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য-পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -