Weight Loss Tips: রক্তচাপ থেকে ওজন, সবটাই নিয়ন্ত্রণে জিরে ভেজানো জলের জুড়ি মেলা ভার

Jeera Water: রান্নায় স্বাদ বাড়াতে এক চিমটে জিরেই যথেষ্ট। তবে শুধু রান্নায় মশলা হিসেবে নয়, এই জিরের রয়েছে আরও গুণ। জেনে নেওয়া যাক, জিরে ভেজানো জলের উপকারিতা।

জিরে ভেজানো জলের উপকারিতা

1/10
বাঙালি রান্নাঘরের মশলার সারির অবিচ্ছেদ্য অংশ জিরে। তবে শুধু মশলা হিসেবেই নয়, এই জিরের রয়েছে একাধিক পুষ্টিগুণ।
2/10
রান্নায় স্বাদের সঙ্গে জিরে ভেজানো জল শরীরের একাধিক উপকার করে। জিরেতে থাইমল নামক রাসায়নিক যা অগ্ন্যাশয়কে উৎসেচক ও পিত্ত উত্পাদন করতে উদ্দীপিত করে। এছাড়া এতে রয়েছে কিউমিন অ্যালডিহাইড নামক রাসায়নিকও।
3/10
জিরে ভেজানো জল হজমে সাহায্য করে। পেটে গ্যাস উৎপাদন প্রতিহত করে।
4/10
জিরেতে উপস্থিত থাইমোকুইনন যকৃতকে সুরক্ষিত রাখে।
5/10
সমীক্ষা বলে, জিরে ভেজানো জল নিয়মিত খেলে, স্থূলতা থেকেও রক্ষা পাওয়া যায়। অর্থাৎ ওজন কমাতেও সাহায্য করে।
6/10
সুগারের রোগীদের জন্যও জিরে ভেজানো জল খুবই উপকারি। জিরে আপনার শরীরকে ইনসুলিনের প্রতি আরও সংবেদনশীল করে তোলে এবং দীর্ঘমেয়াদে আপনার রক্তে শর্করার মাত্রা কমায়।
7/10
জলে জিরে ভিজিয়ে তাতে অল্প মধু, একটু লেবুর রস, এক চিমটে নুন দিয়ে খান। শরীরের শুষ্কতা কমবে।
8/10
খালি পেটে ব্যায়াম করতে গেলে কষ্ট হয় নিশ্চয়ই। এক গ্লাস জিরে ভেজানো জল খেয়ে যান। উপকার পাবেন।
9/10
গর্ভাবস্থাতেও জিরে ভেজানো জল খুবই উপকারি। সকালের দিকে যাঁদের অসুস্থ লাগে তাঁদের জন্য দুর্দান্ত কাজ দেয়।
10/10
অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকেরই রক্তচাপ বাড়তে থাকে। জিরে ভেজানো জল, প্রেশারও নিয়ন্ত্রণে রাখে।
Sponsored Links by Taboola