Fruit Benefits: পাহাড়ি এই ফল ঔষধি গুণে ভরপুর, যেগুলি না জানলেই নয়
হিমাচলের জঙ্গলে অনেক প্রাকৃতিক ফল পাওয়া যায়। যা ঔষধি গুণও প্রদান করে। তবে এর মধ্যে অন্যতম কাফল। এটি হিমালয় অঞ্চলে পাওয়া একটি চিরসবুজ গাছ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই কাফল গাছটি ৪০০০ থেকে ৬০০০ ফুট উচ্চতার এলাকায় জন্ম নেয়। এটি বেশিরভাগ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর-পূর্ব রাজ্য মেঘালয় এবং নেপালে পাওয়া যায়।
কাফল ফলটিতে স্বাদে টক ও মিষ্টির মিশ্রণ রয়েছে।
এই বন্য ফলটি অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে আমাদের শরীরের জন্য উপকারী।
ফলের উপরে মোমের মতো একটি স্তর রয়েছে যা প্রবেশযোগ্য এবং এতে বাদামী এবং কালো দাগ রয়েছে। তবে গরম জলে ফল সিদ্ধ করে সহজেই আলাদা করা যায়। আলসার রোগে এটি কার্যকর।
কাফল গাছের কাণ্ডের বাকলের নির্যাস খুবই উপকারি। আদা ও দারুচিনি সহযোগে মিশ্রণ তৈরি করে খেলে হাঁপানি রোগে অনেকটাই আরাম পাওয়া যায়।
ডায়রিয়া, জ্বর, টাইফয়েড, আমাশয় রোগের জন্য খুবই উপকারী এই ফল।
এই গাছের ছালের গুড়ো চোখের রোগ ও মাথা ব্যথার জন্য ব্যবহার করা হয়।
শুধু তাই নয়, কানের ব্যথা, পক্ষাঘাতের চিকিৎসায় কাফল ফুলের তেল ব্যবহার করা হয়।
অপরদিকে এই ফলটি ওষুধ এবং পেট ব্যথা উপশমকারী হিসাবে ব্যবহৃত হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -