Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Kali Puja 2024: দীপাবলিতে বিদ্যুতের বাতি দিয়ে বাড়ি সাজাচ্ছেন ? কী কী নিয়ে সতর্ক থাকবেন
আগামীকাল কালীপুজো। দীপাবলিতেই বিদ্যুৎ বাতি দিয়ে বাড়ি সাজাতে কে না ভালবাসে। তবে এই বিষয়ে কিছু সতর্কতা থাকা দরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসামান্য অসতর্কতার জেরেই ঘটে যেতে পারে বড় বিপদ। তাই বিদ্যুৎ বাতি কেনা থেকে শুরু করে বাড়ি সাজানো অবধি কয়েকটি বিষয় নজরে রাখতে হবে।
প্রথমত সস্তার চায়না টুনি বাল্ব বাজার ছেয়ে থাকলেও, কেনার সময় ভাল করে দেখে নিন। গুণমানগত দিককে পাত্তা না দিলে, বড় বিপত্তির মুখে পড়তে হতে পারে।
৯০ এর দশকে বাল্বের প্রচলন বেশি থাকলেও, বর্তমান সময়ে নজর কেড়েছে টুনি লাইটই। এদিকে এই টুনি দিয়ে বাড়ি সাজানোর পর সারা রাত থাকে জ্বালানো।
দীর্ঘ সময় টুনি লাইট জ্বালিয়ে রাখায় কতটা ইলেকট্রিসিটি ব্যয় হল, অনেকসময়ই তা খেয়াল রাখেন না অনেকেই। বলাইবাহুল্য বিল আসার পর পড়ে নজর।
সাধারণত ১০ মিটারের বেশি বড় এলইডি লাইটের স্ট্রিপে ৫ থেকে ১০ ওয়াট খরচ হয়। অর্থাৎ ১ ঘণ্টায় আনুমানিক ০.০ ১ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।
কালী পুজো থেকে যদি টানা পরপর চলে, হিসেব করে দেখলে খুব একটা কম ইউনিট খরচ হয় না। তাই সবদিক বিচার করেই দেখে নেওয়া উচিত।
আচ্ছা এতো গেল খরচের দিক। পাশাপাশি এবার আরও একটা বিষয়ে প্রশ্ন মাথা তোলে। তা হল অতিসস্তার চায়না টুনি। যা কিনা অনেকসময় গ্রীলে জড়ানো অবস্থায় বডি হয়ে যায়।
এর কারণ টুনি বাল্বের যে তার ব্যবহার হয়, সেটাও যখন অতি সস্তার হয়, সেক্ষেত্রে উৎপন্ন তাপ, তারের প্লাস্টিককে গলিয়ে দেয়।
আর এরপর যদি ওই তারের উপর অসতর্কতায় তার উপর হাত পড়ে, তাহলেই বিপদ ঘটতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -