Kali Puja 2024: দীপাবলিতে বিদ্যুতের বাতি দিয়ে বাড়ি সাজাচ্ছেন ? কী কী নিয়ে সতর্ক থাকবেন

Diwali LED Care: দীপাবলিতে বিদ্যুতের বাতি দিয়ে বাড়ি সাজাচ্ছেন ? যে বিষয়গুলি নজরে না রাখলে বিপদে পড়তে পারেন...

দীপাবলিতে বিদ্যুতের বাতি দিয়ে বাড়ি সাজাচ্ছেন ? কী কী নিয়ে সতর্ক থাকবেন

1/10
আগামীকাল কালীপুজো। দীপাবলিতেই বিদ্যুৎ বাতি দিয়ে বাড়ি সাজাতে কে না ভালবাসে। তবে এই বিষয়ে কিছু সতর্কতা থাকা দরকার।
2/10
সামান্য অসতর্কতার জেরেই ঘটে যেতে পারে বড় বিপদ। তাই বিদ্যুৎ বাতি কেনা থেকে শুরু করে বাড়ি সাজানো অবধি কয়েকটি বিষয় নজরে রাখতে হবে।
3/10
প্রথমত সস্তার চায়না টুনি বাল্ব বাজার ছেয়ে থাকলেও, কেনার সময় ভাল করে দেখে নিন। গুণমানগত দিককে পাত্তা না দিলে, বড় বিপত্তির মুখে পড়তে হতে পারে।
4/10
৯০ এর দশকে বাল্বের প্রচলন বেশি থাকলেও, বর্তমান সময়ে নজর কেড়েছে টুনি লাইটই। এদিকে এই টুনি দিয়ে বাড়ি সাজানোর পর সারা রাত থাকে জ্বালানো।
5/10
দীর্ঘ সময় টুনি লাইট জ্বালিয়ে রাখায় কতটা ইলেকট্রিসিটি ব্যয় হল, অনেকসময়ই তা খেয়াল রাখেন না অনেকেই। বলাইবাহুল্য বিল আসার পর পড়ে নজর।
6/10
সাধারণত ১০ মিটারের বেশি বড় এলইডি লাইটের স্ট্রিপে ৫ থেকে ১০ ওয়াট খরচ হয়। অর্থাৎ ১ ঘণ্টায় আনুমানিক ০.০ ১ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।
7/10
কালী পুজো থেকে যদি টানা পরপর চলে, হিসেব করে দেখলে খুব একটা কম ইউনিট খরচ হয় না। তাই সবদিক বিচার করেই দেখে নেওয়া উচিত।
8/10
আচ্ছা এতো গেল খরচের দিক। পাশাপাশি এবার আরও একটা বিষয়ে প্রশ্ন মাথা তোলে। তা হল অতিসস্তার চায়না টুনি। যা কিনা অনেকসময় গ্রীলে জড়ানো অবস্থায় বডি হয়ে যায়।
9/10
এর কারণ টুনি বাল্বের যে তার ব্যবহার হয়, সেটাও যখন অতি সস্তার হয়, সেক্ষেত্রে উৎপন্ন তাপ, তারের প্লাস্টিককে গলিয়ে দেয়।
10/10
আর এরপর যদি ওই তারের উপর অসতর্কতায় তার উপর হাত পড়ে, তাহলেই বিপদ ঘটতে পারে।
Sponsored Links by Taboola