Maa Laxmi Puja: কার্তিক পূর্ণিমায় শুভ যোগ, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পুজো করুন এই বিশেষ সময়ে
কার্তিক মাসটিকে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই বছর কার্তিক পূর্ণিমা ৪ নভেম্বরে। এই দিনে উপোস করলে ভাল ফললাভ হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে নদীতে স্নান এবং দান করলে পুরো মাসব্যাপী পুজো করার সমান ফল পাওয়া যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই মাসটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। মনে করা হয় এই মাসেই শ্রী হরি মৎস্য অবতার ধারণ করেছিলেন। এই দিনটিকে গুরু নানক জয়ন্তী হিসেবেও পালন করা হয়। শাস্ত্র অনুসারে, কার্তিক পূর্ণিমার দিনে কিছু বিশেষ কাজ করলে দেবী লক্ষ্মী খুব খুশি হন এবং ব্যক্তির জীবনে কখনও অর্থ ও শস্যের অভাব হয় না।
কার্তিক মাসে ভগবান বিষ্ণু জলে অধিষ্ঠান করেন। কথিত আছে কার্তিক পূর্ণিমায় গঙ্গা বা যেকোনো নদীতে স্নান করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। শ্রী হরি বিষ্ণুর কৃপায় অক্ষয় পুণ্য লাভ হয়।
পূর্ণিমা তিথিটি শ্রী হরিকে উৎসর্গ করা হয়। তবে কার্তিকের পূর্ণিমা তিথিতে, সকালে বিষ্ণুর মৎস্য রূপকে তুলসি নিবেদন করুন এবং সত্যনারায়ণের মন্ত্র পাঠ করুন। এছাড়াও পঞ্চামৃত সহ দেবীকে ক্ষীরও নিবেদন করুন। মা তুলসীর জন্য লক্ষ্মী ও ঘি এর প্রদীপ প্রজ্জ্বলন করতে বলেন অনেকে।
কার্তিক পূর্ণিমায় চাঁদ ওঠার পর হওয়ার পর, কার্তিকের ছয় তপস্বীর পুজো করা উচিত। কথিত আছে, এই দিনে তাদের পুজো করলে ধন, ঐশ্বর্য, শক্তি, ধৈর্য, অন্ন বৃদ্ধি পায়।
কার্তিক পূর্ণিমায় সন্ধের সময় নদী বা পুকুরে প্রদীপ জ্বালিয়ে তা ভাসিয়ে দেওয়ার বিশেষ তাৎপর্য রয়েছে।
পূর্ণিমা তিথিতে অন্ন, গরম কাপড়, জুতো দান করলেও গৃহে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -