Kitchen Hack: সাবান ছাড়া এভাবেও বাসন মাজা সম্ভব, রইল ঘরোয়া টোটকা

Easy Methods To Clean Utensils: রান্নাঘরের বাসনপত্র পরিষ্কার করার জন্য সাবান ছাড়াও আরও একাধিক উপায় রয়েছে। সেক্ষেত্রে কিছু সুবিধাও রয়েছে। একদিকে আর্থিক এবং অন্যদিকে হাতেরও যত্ন নেওয়া সম্ভব হবে।

সাবান ছাড়া এভাবেও বাসন মাজা সম্ভব, রইল ঘরোয়া টোটকা

1/10
রান্নাঘরের বাসনপত্র পরিষ্কার করার জন্য সাবান ছাড়াও আরও একাধিক উপায় রয়েছে। সেক্ষেত্রে কিছু সুবিধাও রয়েছে। একদিকে আর্থিক এবং অন্যদিকে হাতেরও যত্ন নেওয়া সম্ভব হবে।
2/10
বেকিংসোডা দিয়েও আপনি আপানার বাসন পরিষ্কার করতে পারেন। এক্ষেত্রে হাতে গ্লাভস পরে নিলে ভাল হবে।
3/10
ঘরে ভিনিগার থাকলে আপনি খুব সামান্য ভিনিগার সহযোগেও আপনার বাসন পরিষ্কার করতে পারে।
4/10
তবে বাড়িতে লেবু থাকলেও বাসন ততটাই ঝকঝকে হবে।
5/10
তেঁতুল দিয়ে আপনি আপনার বাসন পরিষ্কার করতে পারেন। মূলত এর মধ্যে উপস্থিত টার্টারিক অ্যাসিড কাসা, পিতলের বাসনকে ঝকঝকে করে দেয়।
6/10
কাঠের ছাঁই দিয়েও বাসন মাজা সম্ভব। এখনও গ্রামাঞ্চলে এগুলি ব্যবহার করে বাসন পরিষ্কার করা হয়। অনেকে কয়লার ছাঁইও ব্যবহার করেন। এতে হাতের অযত্নও হয় না।
7/10
পাশাপাশি সোডা লেমন দিয়ে বাসন পরিষ্কার করা সম্ভব। এভাবে বাসন ঝকঝকে হবে।
8/10
তবে সাবান দিয়ে বাসন মাজলে বিক্রিয়ায় হাতের চামড়ার উপর প্রভাব ফেলে। এতে ত্বকের ক্ষতি হয়।
9/10
তবে লেবু, তেঁতুল, ভিনিগারে বিভিন্ন ধরণের অ্যাসিড খুব কম পরিমাণে থাকে। যা ক্ষতিকারণ নয়। এতে বাসনও চমকায়। ত্বকেরও ক্ষতি হয় না।
10/10
তাহলে এবার এই ঘরোয়া টোটকায় বাসন মেজে ত্বককেও যত্নে রাখুন, পকেটেরও সাশ্রয় করুন।
Sponsored Links by Taboola