Knife Hacks: ঝটপট সবজি কাটতে পারছেন না? এই টিপস ব্যবহার করে দেখুন একবার
knife_feature
1/8
রান্না করতে যা সময় লাগে, সবজি কাটতেই সময় চলে যায় বেশি। কিন্তু কীভাবে সেই সমস্যা সমাধান করবেন ভেবেই পাচ্ছেন না? আপনার জন্য রইল সমাধান
2/8
এবার সবজি, ফল কাটুন একদম নির্ঝঞ্জাটে। বেশি সময়ও লাগবে না। কেবল কয়েকটি টুল ব্যবহার করলেই সুরাহা মিলবে।
3/8
বাজারে কিন্তু হরেকরকমের টুলস পাওয়া যাচ্ছে। সেগুলি দিয়ে অল্প সময়েই সবজি কাটা যায়। সেখানে নিজের হাতে ছুরি কাঁচি না চালালেও হবে।
4/8
সঠিক ছুরি ব্যবহার করুন। ভোতা এবং পুরোনো ছুরি দিয়ে সবজি কাটতে অনেক সময় লাগে।
5/8
বাজারে নানা রকমের সবজি কাটতে, হরেক রকমের ছুরি পাওয়া যায়। সেগুলি দিয়ে খুব অল্প সময়েই ঝটপট সবজকি কাটা যায়।
6/8
চপিং বোর্ড। ভাল চপিং বোর্ড না থাকলে দ্রুত সবজি কিংবা ফল কাটা যাবে না। এক কোপেই না কাটতে পারলে দেরি হবে আপনারই।
7/8
তা ছাড়া যেভাবে সবজি ও ফল কাটতে চাইছেন সেটাও সম্ভব হবে না, ছুরি এবং চপিং বোর্ড ভাল না হলে। এক্ষেত্রে কিছুটা প্র্যাকটিসও জরুরি।
8/8
কীভাবে ছুরি ধরবেন তার ওপরও নির্ভর করে কত দ্রুত সবজি কাটা যাবে তা। ছুরির একেবারে সামনের দিক ধরে কাটতে যাবেন না, এতে বিপদ বাড়বে।
Published at : 21 Aug 2021 10:08 AM (IST)