Kitchen Hacks: রান্নায় টকভাব ? কী মেশালে কাটবে সহজে
রান্নায় স্বাদ আনতে টক দই দেন কেউ কেউ।(ছবি ঋণ - ফ্রিপিক)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেউ কেউ আবার এতে টোম্যাটোও দিয়ে থাকেন। (ছবি ঋণ - ফ্রিপিক)
কিন্তু এর জেরে রান্না টক হয়ে যায় অনেক সময়।(ছবি ঋণ - ফ্রিপিক)
এই টকভাব কাটানোর জন্য রান্নায় মধু ব্য়বহার করতে পারেন।(ছবি ঋণ - ফ্রিপিক)
অথবা শুধু চিনি দিলেও রান্নার স্বাদ ঠিক করে নেওয়া যায়।(ছবি ঋণ - ফ্রিপিক)
টকভাব কাটাতে অল্প জলে নুন ও চিনি গুলে নিন।(ছবি ঋণ - ফ্রিপিক)
এই জল তরকারিতে ঢেলে ভাল করে কষিয়ে নিন।(ছবি ঋণ - ফ্রিপিক)
তরকারির মধ্যে অল্প পেঁয়াজকুচিও দিতে পারেন।(ছবি ঋণ - ফ্রিপিক)
পনিরের টুকরো দিলেও রান্নার টকভাব অনেকটা কেটে যায়।(ছবি ঋণ - ফ্রিপিক)
ডিসক্লেইমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।(ছবি ঋণ - ফ্রিপিক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -