Exercise after eating: খাবার খেয়ে ব্যায়াম করলে দেদার উপকার ! কিন্তু কেমন ব্যায়াম করবেন ?
Exercise after eating benefits: খাবার খেয়ে ব্যায়াম করলে বেশ কয়েকটি উপকার পাওয়া যায়। কিন্তু কিছু নির্দিষ্ট ব্যায়ামই এই সময় করা ভাল।
Continues below advertisement
খাবার খেয়ে ব্যায়াম করলে দেদার উপকার! কেমন ব্যায়াম করবেন? (ছবি সৌজন্য: ফ্রিপিক)
Continues below advertisement
1/10
খাবার খেয়ে ব্যায়াম করা উচিত নয়। এমনটাই অনেকে মনে করেন। তবে এই ধারণা সঠিক নয়। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
2/10
বরং বেশ কয়েকেটি গবেষণায় দেখা গিয়েছে, খাবার খেয়ে ব্যায়াম করলে বেশ কয়েকটি উপকার পাওয়া যায়। উপকারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
3/10
খাবার হজম করায়: অনেকেই সারাদিন সেভাবে চলাফেরা করেন না। এতে খাবার ঠিকমতো হজম হয় না। পেটের সমস্যাও হয়। ব্যায়াম করলে খাবার দ্রুত হজম হয়। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
4/10
সুগার নিয়ন্ত্রণে রাখে: অনেকেই সুগারের সমস্যায় ভোগেন। খাবার খাওয়ার পর রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। ব্যায়াম করলে সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
5/10
হার্টের রোগের আশঙ্কা কমায়: রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দিতে পারে খাবারের নানা উপাদান। ব্যায়াম কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমলে হার্ট ভাল থাকে। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
Continues below advertisement
6/10
রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে: উচ্চ রক্তচাপের সমস্যা কমবেশি অনেকেরই রয়েছে। এই সমস্যা শীতকালে বাড়ে বৈ কমে না। তাই খাওয়াদাওয়ার পর ব্যায়াম করলে উপকার পাবেন। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
7/10
ওজন কমায়: ব্যায়ামের প্রাথমিক উপকারিতা হল ওজন কমানো। তাই খাবার খেয়ে ব্যায়াম করলে ওজন আপনার কবজায় থাকবে। কিন্তু যা উচ্ছে ব্যায়াম করলেই হল না। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
8/10
মেজাজ ভাল রাখে: খাবার খাওয়ার পর ব্যায়াম করলে মুডও ভাল থাকে। মন মেজাজ ভাল রাখার সেরা উপায় হতে পারে এটি। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
9/10
হাঁটাহাঁটি: খুব ভারি ব্যায়াম খাওয়াদাওয়ার পর করা ঠিক নয়। হাঁটাহাঁটিও কিন্তু একরকমের শরীরচর্চা। তাই কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
10/10
ব্রিস্ক ওয়াকিং: হাঁটাহাঁটিরই আরেকটি ধরন ব্রিস্ক ওয়াকিং। এটি না হাঁটা না দৌড়ানো। বরং মাঝামাঝি। খাবার খাওয়ার পর এটি করলে অনেকটাই উপকার পাবেন। (ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। ছবি সৌজন্য: ফ্রিপিক)
Published at : 18 Jan 2024 05:27 PM (IST)