Fridge Cleaning Tips: ফ্রিজ খুললেই দুর্গন্ধ ? কীভাবে ঘরোয়া উপায়ে মুক্তি পাবেন
Refrigerator Cleaning Tips: ফ্রিজের ভিতরে দুর্গন্ধ ? রইল সমাধান, দেখুন একনজরে
ফ্রিজ খুললেই দুর্গন্ধ ? কীভাবে ঘরোয়া উপায়ে মুক্তি পাবেন
1/10
ফ্রিজ খুললেই দুর্গন্ধ ভেসে আসে ? এদিকে বারবার পরিস্কার করেও মিলছে না সমাধান।
2/10
তবে হ্যাঁ, আর চিন্তা করতে হবে না, ঘরোয়া পদ্ধতিতেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব।
3/10
দুর্গন্ধ হলে, পাতি লেবু টুকরো টুকরো করে কেটে ফ্রিজের প্রতিটি কোণায় রেখে দিন।
4/10
ঘরে ভিনিগার থাকলে এক কাপ জলে ভিনিগার মিশিয়েও ফ্রিজে রাখতে পারেন।
5/10
ফ্রিজের গন্ধ দূর করতে গেলে বেকিং সোডা ব্যবহার করতে পারে, সমাধান মিলবে।
6/10
কফিও এই বিষয়ে খুব বড় মুশকিল আসান, কফি ব্যবহার করলেও ফ্রিজের গন্ধ দূর হবে।
7/10
এছাড়াও আরও বেশ কিছু উপায় রয়েছে। অ্যালুমিনিয়ামের বাটিতে ওটস নিয়ে রাখলেও সমাধান মিলবে।
8/10
তবে কিছু জিনিস করা থেকেও বিরত থাকতে হবে। ফ্রিজ পরিস্কার রাখলেই গন্ধ হবে না।
9/10
প্রথমত ফ্রিজের ভিতরের ডিশে জল জমতে দেওয়া যাবে না। নিয়মিত পরিস্কার করতে হবে।
10/10
মেয়াদ উত্তীর্ণ ফিল্টার ব্যবহার করলে, তাতে ব্যাকটেরিয়া জমে দুর্গন্ধ হয়। তাই বদলে ফেলতে হবে।
Published at : 09 Dec 2024 11:46 AM (IST)