Fridge Cleaning Tips: ফ্রিজ খুললেই দুর্গন্ধ ? কীভাবে ঘরোয়া উপায়ে মুক্তি পাবেন
ফ্রিজ খুললেই দুর্গন্ধ ভেসে আসে ? এদিকে বারবার পরিস্কার করেও মিলছে না সমাধান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে হ্যাঁ, আর চিন্তা করতে হবে না, ঘরোয়া পদ্ধতিতেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব।
দুর্গন্ধ হলে, পাতি লেবু টুকরো টুকরো করে কেটে ফ্রিজের প্রতিটি কোণায় রেখে দিন।
ঘরে ভিনিগার থাকলে এক কাপ জলে ভিনিগার মিশিয়েও ফ্রিজে রাখতে পারেন।
ফ্রিজের গন্ধ দূর করতে গেলে বেকিং সোডা ব্যবহার করতে পারে, সমাধান মিলবে।
কফিও এই বিষয়ে খুব বড় মুশকিল আসান, কফি ব্যবহার করলেও ফ্রিজের গন্ধ দূর হবে।
এছাড়াও আরও বেশ কিছু উপায় রয়েছে। অ্যালুমিনিয়ামের বাটিতে ওটস নিয়ে রাখলেও সমাধান মিলবে।
তবে কিছু জিনিস করা থেকেও বিরত থাকতে হবে। ফ্রিজ পরিস্কার রাখলেই গন্ধ হবে না।
প্রথমত ফ্রিজের ভিতরের ডিশে জল জমতে দেওয়া যাবে না। নিয়মিত পরিস্কার করতে হবে।
মেয়াদ উত্তীর্ণ ফিল্টার ব্যবহার করলে, তাতে ব্যাকটেরিয়া জমে দুর্গন্ধ হয়। তাই বদলে ফেলতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -